
বিবিসি ১০০ নারী ২০২২: কারা আছেন এবছরের তালিকায়?

বিবিসি ২০২২ সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে।
এবারের তালিকায় রয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশ, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা, অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস ও সেলমা ব্লেয়ার, 'রুশ পপ সঙ্গীতে সম্রাজ্ঞী' এলা পুগাচেভা, ইরানী পর্বতারোহী এলনাজ রেকাবি, ট্রিপল জাম্প অ্যাথলিট জুলিমার রোহাস এবং ঘানার লেখিকা নানা ডার্কোয়া সেকিয়ামা।
এবারের তালিকার মাধ্যমে ১০০ নারীর তালিকার দশম সংস্করণ প্রকাশিত হলো। তাই আমরা বিগত দশ বছরে কী অগ্রগতি হয়েছে সেটি দেখতে চেয়েছি। এসময় নেতৃত্বে নারীর অংশগ্রহণ থেকে শুরু করে মি টু আন্দোলনসহ নারীর অধিকার প্রতিষ্ঠায় চোখে পড়ার মতো সাফল্য অর্জিত হয়েছে। এরপরও বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের জন্যে পথ অনেক বাকি।
এই তালিকায় ২০২২ সালে বিভিন্ন সংঘাতপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারীদের তুলে আনা হয়েছে। ইরানে পটপরিবর্তনের দাবীতে সাহসীকতার সাথে বিক্ষোভ করে যাওয়া নারী থেকে শুরু করে ইউক্রেন ও রাশিয়ায় সংঘাত ও প্রতিরোধে ভূমিকা রাখা নারীমুখ এবারের তালিকায় স্থান পেয়েছেন।
রাজনীতি ও শিক্ষা

ফাতিমা আমিরী, আফগানিস্তান
ছাত্রী
কাবুলের একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় আফগান কিশোরী ফাতিমা আমিরী মারাত্মক আহত হন। বোমার আঘাতে এক চোখ হারান, চোয়াল এবং কানে গুরুতর আঘাত পান। এই হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে বেশিরভাগই ছিলেন নারী শিক্ষার্থী।
আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন আমিরী। অক্টোবরে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৮৫ শতাংশের বেশি নাম্বার পান তিনি। আমিরী কাবুল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করতে চান। আমিরী বলেন এক চোখ হারানোর ফলে তিনি আরও বেশি শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন।

মঈন আল-ওবাইদি, ইয়েমেন
আইনজীবী
এবছর ইয়েমেনে গৃহযুদ্ধ আরো রক্তক্ষয়ী হয়ে ওঠার পর আইনজীবী মঈন অবরুদ্ধ তাইজ শহরে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বিবদমান বিভিন্ন দলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন তিনি। সংঘর্ষে লিপ্ত বিভিন্ন দলের মধ্যে বন্দি বিনিময়ে কাজ করছেন মঈন। যোদ্ধাদের তাদের পরিবারের কাছে জীবিত ফেরত দিতে না পারলেও মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে কাজ করেন তিনি।
ইয়েমেন উইমেন ইউনিয়নের স্বেচ্ছাসেবক হিসেবে বন্দী নারীদের পক্ষে কাজ করেন তিনি। এছাড়াও প্রথম নারী হিসেবে লইয়ার্স সিন্ডিকেট কাউন্সিলের সদস্য হয়েছেন তিনি। কাউন্সিলে মানবাধিকার ও স্বাধীনতার বিষয়টি দেখভাল করেন তিনি।

চ্যাং ইয়েন, তাইওয়ান
বৌদ্ধ ভিক্ষু
ধার্মা মাস্টার চ্যাং ইয়েন তাইওয়ানে বৌদ্ধ ধর্মের উন্নয়নের পিছনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। জনসেবামূলক প্রতিষ্ঠান জু চি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়েনকে অনেকে এশিয়ার মাদার থেরেসা বলেও আখ্যা দেন।
দরিদ্রের সাহায্যার্তে মাত্র ৩০ জন গৃহবধূর সঞ্চয় দিয়ে ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। এখন এখন সংস্থাটির বিশ্বব্যাপী লাখো অনুসারী রয়েছেন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন জায়গায় রিলিফ ও চিকিৎসা সাহায্য প্রদান করা এবং স্কুল- হাসপাতাল পরিচালনা করে। তার অনুসারীরা জনহিতকর কাজ অব্যাহত রেখেছেন। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শরণার্থীদের জন্য আর্থিক এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন।

জয় এনগোজি এজেইলো, নাইজেরিয়া
আইনের অধ্যাপক
নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ইমিরেটাস ডিন জয় এনগোজি এজেইলো জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
উইমেন এইড কালেকটিভ নামক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। সংস্থাটি গত ২৫ বছরে ৬০ হাজার নাইজেরিয় নারীকে বিনামূল্যে আইনী সহায়তা ও আশ্রয় প্রদান করে। তিনি টামার সেক্সুয়াল অ্যাসল্ট রেফারাল সেন্টারের প্রতিষ্ঠাতা যেটি নির্যাতনের শিকার নারীদের জরুরি সহায়তা প্রদান করে।

২০২১ সালের ১০০ নারীর তালিকায় থাকা লেখিকা চিমামান্দা এনগোজি আডিচি তাকে মনোনয়ন দেন।
নির্যাতিত দরিদ্র নারীদের বিনামূল্যে আইনী সহায়তা দান করার মাধ্যমে অধ্যাপক এজেইলো অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

শ্যানেল কনটস, অস্ট্রেলিয়া
যৌন সম্মতি বিষয়ক অধিকারকর্মী
শ্যানেল কনটস ’টিচ আস কনসেন্ট’ নামের একটি আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলন শারিরীক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সম্মতির অধিকার এবং যৌন শিক্ষা বিষয়ে কাজ করে। ২০২১ সালে তিনি তার ইনস্টাগ্রাম অনুসরণকারীদের কাছে জানতে চান, তারা বা তাদের পরিচিত কেউ স্কুলে যৌন নির্যাতনের শিকার হয়েছে কি না। ২৪ ঘণ্টার মধ্যে ২০০ জন জানান তারা নিজেরা বা তাদের পরিচিতজনের এমন অভিজ্ঞতা হয়েছে।
যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতির বিষয়টি প্রাথমিক স্কুলে শিক্ষাদানের ব্যবস্থা রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন শুরু করেন তিনি। তার এই পিটিশনের ফলে ২০২৩ সাল থেকে কিন্ডারগার্টেন স্কুল থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্মতি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। এখন তিনি শারিরিক সম্পর্কের সময় সম্মতি ছাড়া কনডম অপসারণকে বেআইনি ঘোষণার দাবিতে প্রচারণা চালাচ্ছেন।

ইভা কোপা, বলিভিয়া
রাজনীতিবিদ
দক্ষিণ আমেরিকার আদিবাসী গোষ্ঠী আয়মারা বংশোদ্ভূত এই নারী বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোর বর্তমান মেয়র। পাবলিক ইউনিভার্সিটি অব এল আলতোর সাবেক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বলিভিয়ার রাজনীতিতে এক ধরনের কাঁপন ধরিয়ে দেন ইভা কোপা। এল আলতো শহরের মেয়র পদে নির্বাচন করতে নিজের দলের কাছে মনোনয়ন চেয়েও তিনি পাননি। এজন্য দলীয় প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়িয়ে যান এবং ৬৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। সম্প্রতি তিনি নারীদের জন্য তার কার্যালয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এতে লক্ষ্য হিসেবে ঠিক করা হয়েছে— নীতিমালার আলোকে ও বিভিন্নভাবে বিনিয়োগের মাধ্যমে নারী অধিকারকে আরও জোরদার করা।
২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে সিনেটর হিসাবে দায়িত্ব পালন করা ইভা কোপা রাজনীতিতে নতুন নন। শাসক দলের সাথে তার দূরত্বকে অনেকেই বলিভিয়ার রাজনীতির ক্ষেত্রে আরও বৈচিত্র্যময় পরিবর্তন হিসেবে দেখেন।
আমাদের আরও নারী নেত্রী দরকার। নারীরা সবসময় তাদের পায়ের ওপর দাঁড়ান, হাঁটুর ওপর নন।
ইভা কোপা

সেপিদেহ কোলিয়ান, ইরান
রাজনৈতিক প্রচারক
দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে শ্রমিকদের অধিকার সমর্থন করার জন্য আইনের ছাত্রী সেপিদেহ কোলিয়ানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত চার বছর চারটি ভিন্ন ইরানী কারাগারে কাটিয়েছেন তিনি। এই চারটি কারাগারের মধ্যে ইভিনও ছিলো যেখানে প্রধানত রাজনৈতিক কারাবন্দীদের আটক রাখা হয়।
এমনকি কারাগার থেকেও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। কারাগারের ভিতর থেকে পাঠানো এক অডিও টেপে তিনি জানান যে সেখানে অমানবিক আচরণের সম্মুখীন হয়েছেন। দেশটির মহিলা বন্দীদের কণ্ঠস্বর হিসাবে পরিচিত এই নারী জামিনে থাকাকালীন অবস্থায় ইরানের কারাগারে নারীদের "নির্যাতন" এবং "অবিচারের” সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন।

মারিয়া ফার্নান্দা ক্যাস্ট্রো মায়া, মেক্সিকো
প্রতিবন্ধী কর্মী
বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধীতায় আক্রান্ত ক্যাস্ট্রো তার মতো অন্য নারীদের রাজনীতিতে অংশগ্রহন নিয়ে কাজ করছেন। তিনি হিউম্যান রাইটস ওয়াচের সহায়তায় পরিচালিত মেক্সিকোর একটি প্রতিবন্ধী অধিকার গ্রুপের সদস্য। তাদের দলটি মেক্সিকোর রাজনৈতিক দলগুলোকে প্রতিবন্ধী মানুষদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করার আহবান জানায়।
তার কাজের পরিধির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও নির্বাচনী বিষয়গুলোকে অন্তর্ভূক্তিমূলক করা। ক্যাস্ট্রো প্রতিবন্ধী অধিকার নিয়ে জাতিসংঘের কাছে প্রতিবেদন পাঠানো মেক্সিকান প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি। এছাড়াও ইনক্লুশন ইন্টারন্যাশনাল নামের একটি বৈশ্বিক সংস্থার প্রতিনিধিত্ব করেন তিনি।

পার্ক জি-হিউন, দক্ষিণ কোরিয়া
রাজনৈতিক সংস্কারক
বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে পার্ক জি-হিউন বেনামে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় অনলাইন যৌন-অপরাধীদের একটি দলকে ধরতে সাহায্য করেছিলেন। এই বছর তিনি তার অভিজ্ঞতা জনসমক্ষে প্রকাশ করেন এবং রাজনীতিতে যোগ দেন। তিনি তরুণ নারী ভোটারদের কাছে তার রাজনীতি পৌঁছে দেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হেরে যাওয়ার পর সহ-অন্তর্বর্তী নেতা হিসেবে তার নাম ঘোষণা করে। তিনি দলটির নারী বিষয়ক কমিটিতেও ছিলেন। ওই কমিটি ডিজিটাল যৌন অপরাধ মোকাবেলায় গুরুত্ব প্রদান করে। জুন মাসে দলটি আরও সমস্যার সম্মুখীন হয় এবং পার্ক জি-হিউন দল থেকে পদত্যাগ করেন। এই মুহুর্তে দলের কোন দায়িত্বে না থাকলেও তিনি এখনও রাজনীতিতে লিঙ্গ সমতা নিশ্চিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাপী ডিজিটাল যৌন অপরাধ নারীর অধিকারকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদের একতাবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করতে হবে।
পার্ক জি-হিউন

ওলেনা জেলেনস্কা, ইউক্রেন
ফার্স্ট লেডি
সফল টেলিভিশন চিত্রনাট্যকার ওলেনা জেলেনস্কা পর্দার আড়ালে কাজ করতেন। ২০১৯ সালে তার স্বামী ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিশ্বের পাদপ্রদীপের আলোয় চলে আসেন তিনি। ফার্স্ট লেডি হিসেবে নারীর অধিকার ও ইউক্রেনের সংস্কৃতি প্রচারে কাজ করেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর তিনি তার জায়গা থেকে দেশের মানুষের কষ্টের কথা বিশ্ববাসীকে জানান। কোন বিদেশি রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন তিনি। যুদ্ধের ফলে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশু ও তাদের পরিবারকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে এখন কাজ করছেন তিনি।
নারীরা এই মুহূর্তে স্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের চেয়েও অনেক বেশী দায়িত্ব পালন করছেন... যে নারীরা এই অভিজ্ঞতার (যুদ্ধ) মধ্য দিয়ে গেছেন তারা আর কখনো পিছু হটবেন না। আমি নিশ্চিত আমাদের ভেতরে আত্মবিশ্বাস আরো বাড়বে।
ওলেনা জেলেনস্কা

জাহরা জয়া, আফগানিস্তান
সাংবাদিক
তালেবানের ছয় বছরের শাসনামলে স্কুলে পড়তে পরিচয় গোপন করে ছেলে শিক্ষার্থী সাজতে হয়েছিল জাহরাকে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী তালেবানদের উৎখাত করার পর জাহরা নিজের পরিচয়ে স্কুলে যোগদান করেন। ২০১১ সালে সাংবাদিকতাশুরু করা জাহরা তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই বার্তাকক্ষের একমাত্র নারী হিসেবে কাজ করেন।
তিনি আফগানিস্তানের একমাত্র নারীবাদী গণমাধ্যম রুখসানা মিডিয়ার প্রতিষ্ঠাতা। ১৯ বছর বয়সী রুখসানাকে তালিবানরা পাথর মেরে হত্যা করেছিল। তার নামেই গণমাধ্যমটির নামকরণ করা হয়। ২০২১ সালে জয়াকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হয়। এখন তিনি যুক্তরাজ্যে নির্বাসিত অবস্থায় রুখসানা মিডিয়া পরিচালনা করছেন। ২০২২ সালে গেটস ফাউন্ডেশনের চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পান জাহরা।
আমি শব্দের শক্তিতে বিশ্বাস করি। আমাদের অবশ্যই নারীর প্রতি অবিচারের বিরুদ্ধে কথা বলে যেতে হবে।
জাহরা জয়া

সিমোনে টেবেট, ব্রাজিল
ব্রাজিলের ফেডেরাল সেনেটের সদস্য
ব্রাজিলের মধ্যপন্থী সেনেটর সিমোনে টেবেট এবছরের রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় স্থান লাভ করেন। ২০০২ সালে তিনি রাজ্য প্রতিনিধি নির্বাচিত হন। ২০০৪ ও ২০০৮ সালে নিজ শহর ট্রেস লাগোয়াসের মেয়র নির্বাচিত হন সিমোনে টেবেট। ২০১৪ সালে বৈধ ভোটের ৫২ শতাংশ পেয়ে সেনেটর নির্বাচিত হন তিনি।
প্রথম নারী হিসেবে সংবিধান ও ন্যায়বিচার বিষয়ক সেনেট কমিটির সভাপতি হন তিনি। সেনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যানেল হিসেবে বিবেচিত হয় এই কমিটি। নারীর প্রতি সহিংসতা রোধে গঠিত যৌথ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন এক দশকের বেশী সময় ধরে আইনের শিক্ষকতা করা টেবেট।
সবার এটা জানা উচিত যে নারীরাই ভবিষ্যত। একজন নারী যেখানে খুশী সেখানেই যেতে পারে।
সিমোনে টেবেট

কিসানেত তেদ্রোস, এরিত্রিয়া
শিক্ষা উদ্যোক্তা
ইউটিউব চ্যানেল Beles Bubu ইরিত্রিয়ার শিশুদেরকে দেশটির ভাষা ও সংস্কৃতি শিক্ষা দেয়। কিসানেত তেদ্রোস এই চ্যানেলটির প্রতিষ্ঠাতা। ইথিওপিয়াতে জন্ম ও বেড়ে ওঠা তেদ্রোস নিজের শেকড়ের সাথে সম্পর্ক ধরে রাখতে নিজ ভাষা ও সংস্কৃতি জানার গুরুত্ব বুঝতে পারেন।
তার প্রোডাকশন টিম এরিত্রিয়া, উগান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে স্বশিক্ষিত বাচিক শিল্পীদের নির্বাচন করে তাদেরকে দিয়ে অনলাইন কন্টেন্ট তৈরী করে। এই ভিডিওগুলো এরিত্রিয়া ও ইথিওপিয়ার টিগ্রীনিয়া ভাষাভাষী বাবা–মায়েরা তাদের সন্তানদের জন্য ব্যবহার করেন। তেদ্রোস উগান্ডার কাম্পালার শরণার্থীদের জন্য প্রথম বেলেস বুবু কিডস ফেস্টিভ্যাল আয়োজন করেন।

ইবিজকে ফাবোরোদ, নাইজেরিয়া
ইলেক্টহার-এর সহ-প্রতিষ্ঠাতা
ইলেক্টহার সংস্থাটির মাধ্যমে ইবিজকে ফাবোরোদ নাইজেরিয়ার নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কাজ করছেন। রাজনীতিতে নারীদের অংশগ্রহণে বৈষম্য কমাতে কাজ করা সংস্থাটি আফ্রিকার দুই হাজারের বেশি নারীকে রাজনীতিতে যুক্ত হতে ভূমিকা রেখেছে। #Agender35 ক্যাম্পেইনের মাধ্যমে সংস্থাটি স্থানীয় পর্যায় ও কেন্দ্রীয় রাজনীতিতে ২০২৩ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫ জন নারীকে সরাসরি সহায়তা করছে। সংস্থাটি এসব নারীদের জনবল ও আর্থিক সহায়তা দিচ্ছে।
নির্বাচনের তথ্য বিশ্লেষনে ব্যবহৃত প্রথম আফ্রিকান নারীবাদি অ্যাপটির পিছনেও তার ভূমিকা রয়েছে। ফাবোরোদ বর্তমানে ‘লিডারশিপ কাউন্সিল অব দ্য ডেমোক্রেসি এন্ড কালচার ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, যেটি গণতন্ত্র উন্নয়নে কাজ করে থাকে।

তাইসিয়া বেকবুলাতোভা, রাশিয়া
সাংবাদিক
প্রখ্যাত রাশিয়ান সাংবাদিক তাইসিয়া বেকবুলাতোয়া ২০১৯ সালে স্বাধীন মিডিয়া আউটলেট হোলোড প্রতিষ্ঠা করেন। এই গণমাধ্যমটি ব্যাপকভাবে ইউক্রেনের যুদ্ধের খবর প্রকাশের পাশাপাশি বৈষম্য, সহিংসতা এবং নারী অধিকার নিয়ে খবর প্রকাশ করে। স্বাধীন মিডিয়ার বিরুদ্ধে ক্র্যাকডাউনের অংশ সময় এপ্রিল মাসে কর্তৃপক্ষ রাশিয়ায় ওয়েবসাইটটি বন্ধ করে দেয়।
তবে বেকবুলতোভা এবং তার দল তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের পাঠক সংখ্যা বেড়েছে। ২০২১ সালে "বিদেশী চর" হিসাবে আখ্যায়িত হওয়ার পরে রাশিয়া ছেড়ে আসা বেকবুলতোভা নিজে ইউক্রেনে গিয়েছিলেন যুদ্ধ নিয়ে প্রতিবেদন তৈরী করতে।
আমি উন্নতির অনিবার্যতায় বিশ্বাস করি না। আধুনিক সভ্যতা সবসময় ভঙ্গুর বলে মনে হয়। এবং প্রথম আঘাতটাই আসে নারীর অধিকারের উপর।
তাইসিয়া বেকবুলাতোভা

ন্যাটালি বেকার্ট, ভ্যাটিকান
নান
পোপ ফ্রান্সিস ন্যাটালি বেকার্টকে সিনোড অব বিশপ্সের আন্ডার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। তিনিই এই পদে অধিষ্ঠিত প্রথম নারী। ন্যাটালি ক্যাথলিক চার্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পোপকে পরামর্শ প্রদান করবেন। সেইসাথে নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে ভোট প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত একমাত্র নারীও তিনি। সিনোডের মহসাচিব ২০২১ সালে বলেন ন্যাটালির এই পদে আসার মাধ্যমে নারীদের জন্য একটি নতুন দুয়ার খুলেছে।
’কনগ্রেগেশন অব জেভিয়ার্স’র এই ফরাসী নান এর আগে ফ্রান্সের ন্যাশনাল সার্ভিস ফর দ্য ইভাঞ্জেলাইসেশন অব ইয়াং পিপল এন্ড ভোকেশন্স-এর প্রথম মহিলা পরিচালকের দায়িত্ব পালন করেন।
পোপ ফ্রান্সিস বলেছেন ন্যায্যতার দাবী হচ্ছে নারীদের প্রতি সকল ধরণের বৈষম্য এবং সহিংসতার বিরুদ্ধে লড়াই করা। আমাদের সবার উচিত নেতৃত্বের সকল স্তরে নারীদের বেশি করে যুক্ত করার চেষ্টা অব্যাহত রাখা।
ন্যাটালি বেকার্ট

ক্রিস্টিনা বেরদিনস্কিখ, ইউক্রেন
সাংবাদিক
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুরস্কারজয়ী সাংবাদিক ক্রিস্টিনা বেরদিনস্কিখ সারা দেশে ঘুরে বেড়িয়েছেন। রুশ বাহিনীর বোমা হামলার আওতাধীন এলাকায় অবস্থান করে সংবাদ সংগ্রহ চালিয়ে যান তিনি। কিছু প্রতিবেদনে যুদ্ধকালীন সময়ে একটি শহরের দৈনন্দিন জীবনের খুটিনাটি তুলে ধরেন ক্রিস্টিনা।
খেরসনে জন্ম নেয়া ক্রিস্টিনা ১৪ বছর ধরে কিয়েভের বিভিন্ন গণমাধ্যমে রাজনীতি নিয়ে সংবাদ করে আসছেন। ইউক্রেনের ইউরোময়দান বিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-পিপল নামের একটি প্রজেক্ট নেন তিনি। পরবর্তীতে এটি একটি বইয়ে রুপান্তরিত করা হয়।

মিয়া মটলি, বার্বাডোজ
প্রধানমন্ত্রী
বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রী মিয়া মটলি বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন গত জানুয়ারিতে। ২০০৮ সাল থেকে বার্বাডোজ লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার নেতৃত্বে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি ব্রিটেনের রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
মটলি জলবায়ু পরিবর্তনের বিষয়ে স্পষ্টবাদীতার জন্য সুপরিচিত। কপ-২৭ সম্মেলনে জলবায়ু সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ায় ধনী দেশগুলোর তীব্র সমালোচনা করেন তিনি। মটলি বলেন সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের একশ কোটি মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে।

আয়েশা মালিক, পাকিস্তান
বিচারক
আয়েশা এ. মালিক এ বছর প্রথম নারী হিসেবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০২১ সালে ধর্ষণের শিকার নারীদের টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে দেয়া যুগান্তকারী রায়সহ নারী অধিকার রক্ষায় বেশ কিছু রায় দিয়েছেন তিনি।
সুপ্রীম কোর্টের দায়িত্ব পালনের পাশাপাশি আয়েশা বিশ্বের নানান প্রান্তে বিচারকদের প্রশিক্ষণের সাথে যুক্ত আছেন। পাকিস্তানে মহিলা বিচারকদের এক সম্মেলন উদ্বোধন করেন তিনি, যেখানে বিচারব্যবস্থায় লৈঙ্গিক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত আলোচনাকে উৎসাহিত করা হয়।
নারীদের উচিত একটি নতুন ধারার বিকাশ করা যাতে তাদের দৃষ্টিভঙ্গী, অভিজ্ঞতা ও তাদের গল্পগুলো উঠে আসে।
আয়েশা মালিক

জারা মোহাম্মদী, ইরান
শিক্ষাবিদ
নজিন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা জারা মোহাম্মদী এক দশকেরও বেশি সময় ধরে তার নিজ শহর সানান্দাজে কুর্দি ভাষা শিক্ষা দিচ্ছেন।
ইরানের সংবিধান অনুযায়ী শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক এবং জাতিগত ভাষার ব্যবহার অবাধে অনুমোদিত, তবে আইনজীবী এবং একটিভিস্টদের মতে বাস্তবতা ভিন্ন। দেশটিতে শিশুরা স্কুলে তাদের মাতৃভাষা শিখতে পারে না। ইরান সরকার মোহাম্মদীকে "জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে দল ও সমাজ গঠন" করার জন্য অভিযুক্ত করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন

নাজানিন জাঘারি- রেটক্লিফ, যুক্তরাজ্য/ইরান
দাতব্য কর্মী
দীর্ঘদিন পর গত মার্চ মাসে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ব্রিটিশ-ইরানি নাজানিন জাঘারি- রেটক্লিফ বলেছিলেন, " আমাদের এটি নিশ্চিত করতে একতাবদ্ধ হওয়া উচিত যে বিশ্বের কোথাও কেউ বিনা অপরাধে জিম্মি অবস্থায় বা কারাগারে আটক নেই" । তার স্বামী রিচার্ড নাজানিনের মুক্তি ও ইরানের সাথে একটি ঐতিহাসিক ঋণ বিরোধের সমাধান করার ব্যাপারে দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকারকে উদ্যোগ নেয়ার দাবীতে প্রচারাভিযান চালাচ্ছিলেন।
জাঘারি-র্যাটক্লিফ ২০১৬ সালে তার মেয়ের সাথে ছুটিতে যাওয়ার সময় ইরানে আকস্মিকভাবে আটক হন। পরবর্তীকালে ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ইরানি কর্তৃপক্ষ তাকে জিম্মি করে। নাজানিন মোট ছয় বছর আটক ছিলেন। প্রথমে ইরানের আদালত তাকে ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত করে। ২০২১ সালে যখন তার সাজার মেয়াদ শেষ হয় তখন তাকে আরেকটি সাজা প্রদান করা হয় এবং একটি কূটনৈতিক মীমাংসা না হওয়া পর্যন্ত তাকে ইরানে আটকে রাখা হয়। জাঘারি-র্যাটক্লিফ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং তার স্বামীর সাথে মিলে একটি স্মৃতিকথা লিখছেন।

নাওমি লং, নর্দার্ন আয়ারল্যান্ড
রাজনীতিবিদ
সাবেক বিচারমন্ত্রী নাওমি লং তার দেশে ডাউন–ব্লাউজিং, সাইবার–ফ্লাশিংসহ বেশ কিছু নতুন ধরণের যৌন অপরাধ বন্ধে পদক্ষেপ নেন। হত্যার হুমকি পাওয়া নাওমি নারী রাজনীতিবিদদের হয়রানি বন্ধে সচেতনতা তৈরিতে কাজ করেন।
পুরকৌশলে পড়াশোনা করা নাওমি লং ১৯৯৫ সালে অ্যালায়েন্স পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন। বেলফাস্টের লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর প্রথম অ্যালায়েন্স এমপি হিসেবে ২০১০ সালে ওয়েস্টমিনিস্টারে যান তিনি। ওই নির্বাচনে ৩০ বছরের বেশি সময় ধরে ওয়েস্টমিনিস্টারে প্রতিনিধিত্ব করা সাবেক ফার্স্ট মিনিস্টার পিটার রবিনসনকে হারিয়েছিলেন তিনি।
আমাদের উচিত এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করা যা নির্যাতনের উপযুক্ত পরিবেশ তৈরী করে। আমরা সবাই প্রত্যক্ষভাবে এবং সার্বক্ষনিকভাবে নারীবিদ্বেষ ও লিঙ্গবৈষম্যকে চ্যালেঞ্জ জানাচ্ছি।
নাওমি লং

উরসুলা ফন ডার লেন, জার্মানী
ইউরোপীয় কমিশনের সভাপতি
জার্মান রাজনীতিবিদ উরসুলা ইউরোপীয় কমিশনের প্রথম নারী সভাপতি। তিনি অ্যাঙ্গেলা মার্কেলের মন্ত্রীসভার সদস্য ছিলেন। জার্মানীর ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন উরসুলা।
ব্রাসেলসে জন্মগ্রহন করা উরসুলা রাজনীতিতে যোগ দেয়ার আগে অর্থনীতি ও চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। ২০১৯ ইইউ’র শীর্ষ নেতার পদে আসীন হওয়ার পর থেকে ব্রেক্সিট, করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতিতে সংস্থাটিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। ইউরোপীয় দেশগুলোর কোম্পানীগুলোর বোর্ডে লৈঙ্গিক সমতা বিধানে ইইউ যে আইনটি করে তার পেছনে উরসুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২০ সালের ১০০ নারীর তালিকায় থাকা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন তাকে মনোনয়ন দেন।
একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে ইইউকে এগিয়ে নিতে উরসুলা ছিলেন অবিশ্বাস্য রকমের দৃঢ়প্রতিজ্ঞ। তার নেত্বত্ব দৃঢ়তা ছিলো। সময়টা এখন কঠিন, কিন্তু তিনি আরো বেশি কঠিন হাতে সব সামলেছেন।

রোজা সালিহ, স্কটল্যান্ড
রাজনীতিবিদ
২০২২ সালের মে মাসে প্রথম শরণার্থী হিসেবে গ্লাসগো সিটি কাউন্সিলে নির্বাচিত হন রোজা সালিহ। তার পরিবার ইরাক ছাড়তে বাধ্য হওয়ার পর অল্প বয়সে শরণার্থী হিসেবে স্কটল্যান্ড আসেন রোজা। বর্তমানে গ্রেটার পলক ওয়ার্ডে এনএনপির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা রোজা টিনিএজ বয়স থেকেই শরণার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন।রোজা ও তার স্কুলের বন্ধুরা তাদের আরেক বন্ধুর আটক হওয়ার প্রতিবাদ করেছিলেন।
তাদের গ্লাসগো গার্লস ক্যাম্পেইনের ফলে রাজনৈতিক আশ্রয় চাওয়া মানুষদের সাথে আচরণের বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। স্কটিশ সলিডারিটি উইথ কুর্দিস্তান নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তুরষ্কের কুর্দি অঞ্চলগুলো সফর করেন রোজা।

এরিকা হিলটন, ব্রাজিল
রাজনীতিবিদ
এরিকা হিলটন প্রথম কৃষ্ণাঙ্গ ট্রান্সজেন্ডার নারী হিসেবে ব্রাজিলের জাতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তিনি বর্ণবাদ এবং সমকামীদের অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করেন।
রক্ষণশীল পরিবারের সদস্য এরিকাকে কিশোরী বয়সে বাড়ি থেকে বের করে দেয়া হয়। তার স্থান হয় রাস্তায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌছান তিনি। ছাত্ররাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন এরিকা সাও পাওলোতে এসে বামপন্থী রাজনীতিক দল পিএসওএলে যোগ দেন। ২০২০ সালে তিনি সিটি কাউন্সিলের সদস্য হন এবং ব্রাজিলের বৃহত্তম শহর সাওপাওলোতে ক্ষুধামুক্তির জন্য একটি ফান্ড গঠন করেন।
সমানাধিকার, সমান বেতন এবং লৈঙ্গিক সহিংসার বিরুদ্ধে আমরা কৃষ্ণাঙ্গ, লাতিন, শেতাঙ্গ, ধনী, দরিদ্র নির্বিশেষে সংগ্রাম করে যাচ্ছি।
এরিকা হিলটন
সংস্কৃতি ও ক্রীড়া

বিলি আইলিশ, যুক্তরাষ্ট্র
গায়িকা ও গীতিকার
গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এবং রেকর্ড ভঙ্গকারী এই সঙ্গীত তারকা নিজের গানের মাধ্যমে প্রতিবন্ধকতা জয় করার জন্য পরিচিত। নিজের একক গান ’ইয়োর পাওয়ার’-এ যেমন শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন, আবার ‘অল দ্য গুড গার্লস গো টু হেল’ গানে জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হয়েছেন।
কনিষ্ঠতম পারফরমার হিসেবে ঐতিহ্যবাহী গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালের এবারের আয়োজনে মুল মঞ্চে পারফর্ম (হেডলাইনার) করে ইতিহাস সৃষ্টি করেছেন বিলি আইলিশ। সেখানে গর্ভপাতকে বেআইনী ঘোষণা করে দেয়া যুক্তরাস্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের তীব্র প্রতিবাদ করেন তিনি। এই সঙ্গীত তারকা বিভিন্ন সময় নিজের ’বডি ইমেজ’, অবসাদ ও স্নায়বিক ব্যাধি টরেট সিনড্রোম নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
আমি এই সময়টা নিয়ে অভিভূত। মেয়েরাই এখন শীর্ষে। এমন সময়ও গেছে যখন আমি চরম হতাশাগ্রস্থ অবস্থায় কাটিয়েছি কারন আমার সাথে আমার মত অন্য মেয়েরা ছিল না যাদের গুরুত্ব দেয়া হয়।
বিলি আইলিশ

দিমা আকতা, সিরিয়া
দৌড়বিদ
২০১২ সালে সিরিয়ায় দিমা আকতার বাড়িতে বোমা হামলা হয়। বোমার আঘাতে পা হারানো দিমা তার দৌঁড়ানোর ক্ষমতা হারান। দৌঁড়ানো ছিল তার পছন্দের কাজগুলোর অন্যতম। জাতিসংঘের তথ্য অনুসারে প্রায় ২৮℅ সিরিয়ানের কোনো না কোন একটি অক্ষমতা রয়েছে, যা বিশ্বের গড়ের প্রায় দ্বিগুণ। দশ বছর পর আজ আকতা যুক্তরাজ্যে আছেন, প্রস্তুতি নিচ্ছেন ২০২৪ সালের প্যারা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার।
মহামারী চলাকালীন শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করে তিনি ইংল্যান্ডের বিকল্প ফুটবল স্কোয়াড দ্য লায়নহার্টসের সদস্য হিসাবে স্বীকৃত হন। তার গল্পটি সম্প্রতি পপ তারকা অ্যান-মেরির মিউজিক ভিডিও বিউটিফুল-এ প্রদর্শিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছেন দিমা৷

জার আমির-ইব্রাহিমী, ইরান
অভিনেত্রী
অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা জার আমির-ইব্রাহিমি প্রথম ইরানী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। হলি স্পাইডার চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন তিনি। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র যেখানে যৌনকর্মীদের বেছে বেছে হত্যা করা এক সিরিয়াল কিলারের কাহিনী উঠে এসেছে।
অন্তরঙ্গ একটি ভিডিও ফাঁস হওয়ার পর আমির-ইব্রাহিমি নিপীড়ন ও মামলা এড়াতে ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ভিডিওটি ফাঁস হওয়ার পর আমির-ইব্রাহিমির অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে অপপ্রচারের ছড়ানো হয়। ২০০৮ সালে তিনি প্যারিসে চলে আসেন এবং সেখানে প্রযোজনা সংস্থা অ্যালম্বিক প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। ক্যামেরার সামনে এবং পিছনে উভয় ক্ষেত্রেই দূর্দান্ত ক্যারিয়ার গড়ে তোলেছেন আমির-ইব্রাহিমি।

এসরা ওয়ার্দা, আলজেরিয়া/যুক্তরাস্ট্র
নৃত্যশিল্পী
আলজেরীয় অভিবাসীদের সন্তান এসরা ওয়ার্দা আলজেরিয়ার ঐতিহ্যবাহী নৃত্যকে ঘর থেকে বের করে শ্রেণিকক্ষে নিয়ে গেছেন। তিনি উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী নারীপ্রধান নৃত্যের প্রথা সংরক্ষণে কাজ করেন। বিশেষত রাই নামক একধরণের নৃত্যের সংরক্ষণে তিনি জোর দেন যেটি ঐতিহাসিকভাবে সামাজিক প্রতিবাদের সাথে জড়িয়ে আছে।
অভিবাসীদের মধ্যে রাই নৃত্য নিয়ে যে অল্প কয়েকজন নারী প্রশিক্ষক কাজ করেন তাদের মধ্যে একজন হচ্ছেন চেইখা রাবিয়া। ওয়ার্দা তার অধীনে প্রশিক্ষণ নেন। ওয়ার্দা ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে লন্ডন পর্যন্ত পৃথিবীর নানা দেশে নৃত্য পরিবেশনা ও কর্মশালা করেন।

ওনা কার্বোনেল, স্পেন
সাঁতারু
স্প্যানিশ সাঁতারু ওনা কার্বোনেল একইসাথে একজন মা ও এলিট অ্যাথলিট হওয়ার ধারণাকে স্বাভাবিক করতে কাজ করেছেন। তিনবারের অলিম্পিয়ান এই অ্যাথলিট অলিম্পিকের রূপা ও ব্রোঞ্জসহ বিভিন্ন বড় প্রতিযোগীতায় ত্রিশের অধিক পদক জিতেছেন।
২০২০ সালে প্রথম সন্তান জন্ম দেয়ার বছরই নিজেকে টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুত করেন তিনি। ওই প্রতিযোগিতার সময়ে গেমস ভিলেজে শিশুদের স্তন্যপান করানোর উপর আরোপিত কড়াকাড়ির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। এবছর তিনি দ্বিতীয়বার মা হয়েছেন। একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়ে তিনি নিজের অভিজ্ঞতা বলেছেন যাতে অন্য নারী অ্যাথলিটরা মাতৃত্ব ও খেলাধুলা একইসাথে চালাতে উৎসাহ পায়।

কাদরি কুং, হংকং
ফ্যাশান ডিজাইনার
কাদরি কুং বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য নান্দনিক পোশাকের ডিজাইন করতে পছন্দ করেন। তিনি ২০১৮ সালে তার মা ওফেলিয়া কুংকে সাথে নিয়ে ফ্যাশন ব্র্যান্ড RHYS শুরু করেন। নিজের দাদীর অভিজ্ঞতা থেকে কাদ্রি বুঝতে পেরেছিলেন যে বয়স্কদের জন্য তৈরী করা পোশাকগুলিতে অনেকক্ষেত্রেই নান্দনিকতা ও কার্যকারিতার ঘাটতি থাকে।
পোশাক ডিজাইনের স্নাতক হিসেবে কুং তার অর্জিত জ্ঞানকে গ্রাহকের চাহিদার সাথে মিলিয়ে কাজে লাগান। তার ব্র্যান্ড ৯০ জন সুবিধাবঞ্চিত নারীকে নিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছে, যার মধ্যে কিছু প্রতিবন্ধীও রয়েছেন। ২০২২ সালে কেউং বাউন্ডলেস নামের আরেকটি ব্র্যান্ড শুরু করেন।

প্রিয়াংকা চোপড়া জোনাস, ভারত
অভিনেত্রী ও প্রযোজক
ষাটের বেশি চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস বলিউডের অন্যতম বড় তারকা। মিস ওয়ার্ল্ড খেতাব জেতা প্রিয়াংকা প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে যুক্তরাস্ট্রের ড্রামা সিরিজের (কোয়ান্টিকো, ২০১৫) মূল চরিত্রে অভিনয় করে ইতিহাস গড়েন।
হলিউডে প্রিয়াংকা অভিনিত চলচ্চিত্রের মধ্যে ’ইজ'নট ইট রোমান্টিক’ ও ‘দ্য মেট্রিক্স রিজারেকশান্স’ উল্ল্যেখযোগ্য। ভারতে নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন প্রিয়াংকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও কন্যা শিশুদের শিক্ষার প্রচারে কাজ করছেন তিনি।
মিটু আন্দোলন এবং পরবর্তী সময়ে নারীদের নিজেদের মধ্যে সংযোগ এবং একে অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যমে একতার দুর্দমনীয় শক্তিরই প্রমান হয়।
প্রিয়াংকা চোপড়া জোনাস

সারাহ চ্যান, দক্ষিণ সুদান
এনবিএ স্কাউটার
প্রাক্তন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় সারাহ চ্যান দক্ষিণ সুদান এবং কেনিয়াতে কিশোরদের পরামর্শ ও খেলাধুলার প্রশিক্ষণ দেন। তিনি এনবিএর টরন্টো র্যাপ্টরস বাস্কেটবল দলের হয়ে আফ্রিকায় স্কাউটিং-এর প্রথম মহিলা ম্যানেজার হিসেবে কাজ করেন।
সুদানের খার্তুমে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পর সারাহ ও তার পরিবার কেনিয়াতে চলে আসেন। বাস্কেটবলে সারাহর ক্যারিয়ার শুরু হয় সেখানেই। তিনি টেনেসির জ্যাকসন ইউনিয়ন ইউনিভার্সিটিতে একটি বাস্কেটবল স্কলারশিপ অর্জন করেন এবং আফ্রিকা ও ইউরোপে পেশাদার বাস্কেটবলে অংশ নেন। সারাহ চ্যান হোম অ্যাট হোম/অ্যাপিডাইট ফাউন্ডেশন এনজিওর প্রতিষ্ঠাতা। এনজিওটি বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার ও খেলাধুলা ব্যবহার করে যুবকদের শিক্ষিত করার কাজ করে।
তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো সেটাই তুমি। সুতরাং এমন একটি আগামী স্বপ্ন দেখো যেটা তোমার সকল স্বপ্ন ও আকাঙ্খা পুরণের যোগ্য।
সারাহ চ্যান

স্নেহা জাওয়াল , ভারত
সমাজকর্মী
২০০০ সালের ডিসেম্বরে যৌতুকের দাবিতে স্নেহার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী। তার পরিবার পুলিশের কাছে অভিযোগও করতে পারেনি। একপর্যায়ে সন্তান নিয়ে স্বামী চলে যায়। তখন স্নেহা নতুন করে জীবন শুরু করার সংকল্প নেন। তখন শুরু করেন ট্যারোট কার্ড রিডার ও স্ক্রিপ্ট রাইটারের কাজ। এটি এমন কাজ যেখানে মানুষকে স্নেহার চেহারা দেখতে হতো না।
বর্তমানে সমাজকর্মী হিসেবে কাজ করা জাওয়ালকে নির্ভয়া নামক একটি মঞ্চনাটকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। দিল্লিতে ২০১২ সালে গণধর্ষণের শিকার হওয়া নারীর নামে নামকরণ করা নাটকটিতে নির্যাতনের শিকার হওয়া নারীদের অভিজ্ঞতা তুলে আনা হয়। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের সামনে অভিনয় করা তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
গত এক দশকে অ্যাসিড সন্ত্রাস ও আগুনে পোড়া মানুষদের নিয়ে সমাজের ধারণা অনেক পরিবর্তিত হয়েছে। আমি এখন নিজেকে একজন মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের থেকে কোন অংশেই কম মনে করি না। আমি সুন্দরী কারণ আমি নিজেকে সুন্দরী মনে করি।
স্নেহা জাওয়াল

ওনস জাবুর, তিউনিসিয়া
টেনিস খেলোয়াড়
২০২২ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক পারফর্ম করে প্রথম আরব বা আফ্রিকান মহিলা হিসেবে গ্রান্ড স্লামের ফাইনালে উঠেন তিউনিসিয়ান টেনিস তারকা ওনস জাবুর। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন।
মাত্র তিন বছর বয়সে টেনিস খেলা শুরু করা ২৮ বছর বয়সী ওনস জাবুর উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) র্যাংঙ্কিংয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছিলেন। টেনিসে এটাই একজন আফ্রিকান বা আরব নারী-পুরুষের সর্বোচ্চ র্যাংঙ্কিং। ওনস জাবুর ক্যারিয়ারে তিনটি একক শিরোপা জিতেছেন। তিনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা সৃষ্টি করেছেন।

রীমা জুফ্ফালী, সৌদি আরব
রেসিং ড্রাইভার
২০১৮ সালে সৌদি আরবের প্রথম পেশাদার নারী রেসিং ড্রাইভার হয়ে ইতিহাস গড়েন রীমা জুফ্ফালী। ইন্টারন্যাশনাল জিটি ওপেনে প্রতিযোগীতা করার জন্য এই বছর থীবা মোটরস্পোর্টস নামে তিনি তার নিজস্ব টিম গঠন করেন। তার লক্ষ্য ছিলো নিজ দেশের নাগরিকদের রেসিংয়ে অংশগ্রহন বাড়ানো। পেশাদার এই রেসিং ড্রাইভার খেলাধূলায় বৈচিত্রময়তা আনতে এবং শিক্ষামূলক বিভিন্ন সুযোগ তৈরীতে কাজ করছেন।
বিশ্বজুড়ে নারী রেসিং ড্রাইভারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করা জুফ্ফালী পাখির চোখ করেছেন আরেকটি লক্ষ্যকে। থীবা মোটরস্পোর্টসের হয়ে ফ্রান্সের মর্যাদাপূর্ণ Le Mans 24-hour রেইসে অংশ নিয়ে ইতিহাস গড়তে চান তিনি।
আমাদের সমাজে নারীদের প্রতি অনেক স্টেরিওটাইপস রয়ে গেছে। দীর্ঘস্থায়ী ও অর্থবহ পরিবর্তনের জন্য ঘর ও সমাজের দৃষ্ঠিভঙ্গির পরিবর্তন জরুরী।
রীমা জুফ্ফালী

আলা পুগাচেভা, রাশিয়া
সঙ্গীত ব্যক্তিত্ব
সুরকার আলা পুগাচেভার ২৫ কোটি রেকর্ড বিক্রি হয়েছে। শতাধিক অ্যালবাম ও পাঁচ শতাধিক গানের রেকর্ডধারী আলা রাশিয়ার সুরসম্রাজ্ঞী হিসেবে খ্যাত। এখন অবসরে গেলেও রাশিয়ার পপ–কালচারের একজন আইকনের হিসেবেই ধরা হয় আলাকে।
গানের জন্য নানা খেতাব পেলেও আলা বিভিন্ন সময় রাশিয়া সরকারের সমালোচনা করতে পিছপা হননি। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ৩৬ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে এক বার্তায় ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেন। এই বার্তার জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি অনেকে তাকে দেশদ্রোহী আখ্যাও দিয়েছেন।
নারীদের শিক্ষার অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতার সংগ্রামে বিশ্ব অনেক অগ্রগতি দেখেছে। তবে অনেক দেশে এখনও নারীরা নিজ ঘরে নির্যাতনের হাত থেকে মুক্তি পাননি।
আলা পুগাচেভা

সেলমা ব্লেয়ার, যুক্তরাস্ট্র
অভিনেত্রী
যুুক্তরাস্ট্রের চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী সেলমা ব্লেয়ার ক্রুয়েল ইনটেনশন্স, লিগ্যালি ব্লন্ড এবং হেলবয় ফ্রেঞ্চাইজে অভিনয়ের জন্য বিখ্যাত।
২০১৮ সালে মাল্টিপল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হন এই অভিনেত্রী। পরবর্তীতে এই জটিল রোগের বিষয়ে খোলাখুলি কথা বলে সচেতনতা তৈরীর প্রচেষ্টা চালান তিনি। এবছর তিনি ‘মিন বেবি’ নামের স্মৃতিকথার বই বের করেন এবং সহজ ও সার্বজনীন ব্যবহারযোগ্য একটি এরগনোমিক কসমেটিকস ব্র্যান্ডের সাথে যুক্ত হন।
আমি এমন একজন নারী যার অতীত অনেক কষ্টের। আমি খুব সহজেই হারিয়ে যেতে পারতাম কিন্তু অন্য নারীদের সহায়তা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
সেলমা ব্লেয়ার

ভেলিয়া ভিদাল, কলম্বিয়া
লেখিকা
ভেলিয়া ভিদাল একজন গল্পকার ও কলম্বিয়ার এল চকো অঞ্চলের সংস্কৃতির প্রচারক। তিনি মোতেতে নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। সংগঠনটি পাঠ, লেখা ও এল চকোর অনন্য সংস্কৃতি নিয়ে কাজ করে। তিনি চকো রিডিং এন্ড রাইটিং ফেস্টিভ্যালের আয়োজন করেন। কলম্বিয়ার সবচেয়ে বঞ্চিত এলাকায় বিদ্যমান বৈষম্য ও বর্ণবাদ বিরুদ্ধে লড়াইয়ে সাহিত্যকে একটি মাধ্যম হিসেবে বিবেচিত করেন তিনি।
তার সম্প্রতি প্রকাশিত বই অ্যাগুয়াস দে এস্তুয়ারিও আফ্রো-কলম্বিয়ান লেখকদের জন্য নির্ধারিত দেশটির সংস্কৃতি মন্ত্রনালয়ের অনুদান লাভ করে। ব্রিটিশ মিউজিয়ামের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পের গবেষক হিসেবে কাজ করছেন তিনি।
আমরা এখন নারীদের প্রতি সহিংসতার ইতিহাস জানি এবং এর প্রতিকার বিষয়ে সচেতন। তবে বর্ণবাদ কীভাবে আফ্রো ও আদিবাসী মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সেবিষয়ে আমরা এখনো সচেতন নই।
ভেলিয়া ভিদাল

মিলি, থাইল্যান্ড
র্যাপ শিল্পী
মিলি নামে পরিচিত শিল্পী ও গীতিকার দানুফা খানাতিরাকুল গানের কথায় সৌন্দর্য্যের অযাচিত মাপকাঠি ও শারিরীক সম্পর্কে সম্মতির বিষয়ে সচেতনতার বিষয় তুলে ধরেন। গানের কথায় নানান ভাষা ও উপভাষা ব্যবহারের পাশাপাশি থাইল্যান্ডের ট্রান্সজেন্ডার মানুষের অপভাষাও ব্যবহার করেন তিনি। সম্প্রতি তিনি তার প্রথম গানের অ্যালবামের ঘোষণা দিয়েছেন যার নাম 'ব্যাব বাম বাম'।
কোচেলা ফেস্টিভালে থাইল্যান্ডে প্রচলিত কুসংস্কার ও সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানের মঞ্চে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়েও ভাইরাল হন তিনি। গত বছর কোভিড মোকাবেলায় নেয়া থাইল্যান্ড সরকারের পদক্ষেপের সমালোচনা করায় তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। এসময় সামাজিক মাধ্যমে #সেইভমিলি জনপ্রিয় হয়।

সালিমা রাদিয়া মুকান্সাঙ্গা, রোয়ান্ডা
ফুটবল রেফারি
কাতার বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালনের জন্য ফিফা যে তিনজন নারীকে নির্বাচিত করে তাদের একজন সালিমা রাদিয়া মুকান্সাঙ্গা। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ফলে পুরুষ ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেফারির দায়িত্ব পালন করেন নারীরা।
গত জানুয়ারি মাসে প্রথম নারী হিসেবে পুরুষদের আফ্রিকা কাপ অব নেশন্সে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। টোকিও অলিম্পিক গেমসেও খেলা পরিচালনা করেন তিনি। আন্তর্জাতিক নারী ফুটবলের সর্বোচ্চ স্তরেও কাজের অভিজ্ঞতা হয়েছে সালিমার। রেফারি হিসেবে ক্যারিয়ার গড়ার আগে তিনি ধাত্রী হিসেবে কাজ করতেন।

রিটা মোরেনো, পুয়ের্তো রিকো/ যুক্তরাস্ট্র
অভিনেত্রী
একইসাথে অ্যামি, গ্রামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড জেতার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। রিটা মোরেনো সেই অল্প সৌভাগ্যবান মানুষের একজন। পুয়ের্তো রিকোর এই অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী ১৩ বছর বয়সে ব্রডওয়ে থিয়েটারে অভিনয় শুরু করেন। সাত দশক ধরে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।
সিঙ্গিং ইন দ্য রেইন এবং দ্য কিং এন্ড আই চলচ্চিত্রে অভিনয় করেন রিটা। মিউজিক্যাল সিনেমা ওয়েস্ট সাইড স্টোরিতে আনিতা চরিত্রে অভিনয় করে প্রথম লাতিন অভিনেত্রী হিসেবে অস্কার লাভ করেন রিটা। চলচ্চিত্রটি রিমেক করার সময় স্টিফেন স্পিলবার্গ রিটার জন্য সম্পূর্ণ নতুন একটি চরিত্র তৈরী করেন।

লরা ম্যাকঅ্যালিস্টার, ওয়েলস
অধ্যাপক এবং সাবেক ফুটবলার
ওয়েলস মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক লরা ম্যাকঅ্যালিস্টার ক্রীড়া প্রশাসনের বেশ কয়েকটি শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উয়েফার মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ার লরা ২০২১ সালের এপ্রিল মাসে ফিফা কাউন্সিলে উয়েফার প্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়ান৷ তিনি ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস ট্রাস্টের একজন বোর্ড পরিচালক৷
বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাকঅ্যালিস্টার ওয়েলসের রাজনীতির বিশেষজ্ঞ। এই বছর কাতারে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ওয়েলস তাকে LGBTQ- ক্রীড়া দূত হিসাবে বেছে নিয়েছিল। স্টেডিয়ামে প্রবেশ করার সাথে সাথে তাকে তার ‘রেইনবো ওয়াল’ বাকেট টুপিটি খুলে ফেলতে বলা হয়। টুপিটি LGBTQ+ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করে।

এলনাজ রেকাবি, ইরান
ক্লাইম্বার
গত অক্টোবরে যখন ইরানে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল, ঠিক তখন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি ক্লাইম্বার এলনাজ রাকেবি হিজাব ছাড়াই অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় তিনি চতু্র্থ স্থান অর্জন করেন, তবে নিজ দেশে বিক্ষোভকারীদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এলনাজ রাকেবি।
পরে একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন যে তার হিজাব 'অনিচ্ছাকৃতভাবে' পরে গিয়েছিল এবং তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে 'বিভ্রান্তি এবং উদ্বেগের' জন্য ইরানের জনগণের কাছে ক্ষমা চান। যদিও বিবিসি পারসিয়ানকে একটি সূত্র জানিয়েছে যে তার সেই সাক্ষাৎকারটি জোরপূর্বক নেয়া হয়েছিল।

ইউলিমার রোজাস, ভেনেজুয়েলা
ক্রীড়াবিদ
অলিম্পিক পদক বিজয়ী (স্বর্ণ এবং রৌপ্য) এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইউলিমার রোজাস মার্চ মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপের মহিলাদের ট্রিপল জাম্পে ১৫.৭৪ মিটারের বিশ্বরেকর্ড গড়েন। তিনি এখন আরও বড় অর্জনের দিকে নজর দিয়েছেন, ভবিষ্যতে ১৬ মিটার উচ্চতায় লাফানোর রেকর্ড করতে চান রোজাস।
রোজাস ভেনেজুয়েলার কারাকাসে জন্মগ্রহণ করেন এবং ক্যারিবিয়ান উপকূলে একটি দরিদ্র এলাকায় বেড়ে ওঠেন। তিনি মনে করেন তার দারিদ্র দেখে বড় হওয়া তাকে সফল হতে সাহায্য করেছে। বর্তমানে বার্সেলোনা এফসি অ্যাথলেটিক্স দলের সদস্য রোজাস তার দেশে বীরের মর্যাদা পেয়েছেন। তিনি একজন ঘোষিত সমকামী এবং এলজিবিটিকিউ+ বিষয়ে সরব।
আমরা নারীদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের অসাধ্য কিছু নেই। এটি স্পষ্ট হয়ে গেছে যে আমাদের অবমূল্যায়ন করা হতে পারে তবে আমরা ইতোমধ্যেই অত্যন্ত গর্বের সাথে দেখিয়েছি যে আমরা কী করতে সক্ষম।
ইউলিমার রোজাস

মি কিয়ং (মিকি) লি, দক্ষিণ কোরিয়া
প্রযোজক
বিশ্বব্যাপী কোরিয়ান সংস্কৃতির যে জোয়ার চলছে সেটির নেতৃত্ব দিচ্ছেন শিল্পকলার একনিষ্ঠ অনুরাগী মিকি লি। কে-পপের দুনিয়া কাঁপানো সাফল্যের পেছনের অন্যতম মানুষ তিনি। জনপ্রিয় কেকন ফেস্টিভ্যালের অন্যতম স্থপতিও তিনি। প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে সেরা চলচ্চিত্রের পুরষ্কার লাভ করা প্যারাসাইটের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।
লি দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের শক্তিশালী চলচ্চিত্র ও টিভি স্টুডিও, কেবল অপারেটর ও সঙ্গীত প্রযোজনা প্রতিষ্টান সিজে ইএনএম-এর সহ সভাপতি।

তাকে মনোনীত করেন ২০২১ সালের ১০০ নারীর একজন অভিনেত্রী রেবেল উইলসন।
"তিনি আমার কাছে নারীশক্তির প্রতিভূ এবং একজন রোল মডেল। তিনি চমৎকারভাবে তার নিজস্ব সংস্কৃতিকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছেন।"

গীতাঞ্জলি শ্রী, ভারত
লেখিকা
ঔপন্যাসিক এবং লেখিকা গীতাঞ্জলি শ্রী প্রথম হিন্দি ভাষার লেখিকা হিসেবে আন্তর্জাতিক বুকার পুরষ্কার জিতে ইতিহাস সৃষ্টি করেন। ’রেত সমাধী’ নামক বইয়ের ইংরেজি অনুবাদ ‘টম্ব অব দ্য স্যান্ড’ বইয়ের জন্য তিনি এই পুরষ্কার পান। বইটির ফরাসি অনুবাদও এমিলি গুইমে পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়
শ্রী ফিকশন লেখেন হিন্দি ভাষায় আর নন-ফিকশন লেখেন হিন্দি ও ইংরেজি ভাষায়। ভাষা ও বাক্য গঠনের উদ্ভাবনী প্রয়োগের জন্য সুখ্যাত এই লেখকের লেখা ভারতীয় ও বিদেশি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। নাট্যদল ভিভাদির জন্যও স্ক্রিপ্ট লেখেন তিনি। শ্রী এই নাট্যদলেরও প্রতিষ্ঠাকালীন সদস্য।
নারীরা সবসময়ই তাদের নিজেদের বন্দোবস্ত করে নিয়েছে। সমাজের সব ক্ষেত্রেই নারীদের উন্নতি হয়েছে। যদিও এই উন্নতি সব সমাজ ও শ্রেণীতে সমানভাবে হয়নি।
গীতাঞ্জলি শ্রী

নানা ডারকোয়া সেকিয়ামাহ, ঘানা
লেখিকা
পাবলিসার্স উইকলির মতে নানা ডারকোয়ার সেক্স লাইভস অব আফ্রিকান উইমেন বইটি যৌনতার স্বাধীনতার অনুসন্ধারে অনন্য এক প্রামাণ্য। ইকোনমিস্ট বইটিকে বছরের অন্যতম সেরা হিসেবে তালিকাভূক্ত করেছে। ব্রিটিশ ম্যাগাজিনটির মতে বইটিতে আফ্রিকা মহাদেশ ও অভিবাসীদের বহুমাত্রিক দৃষ্ঠিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে।
লেখিকা ও নারীবাদী কর্মী নানা ডারকোয়া এডভেঞ্চার ফ্রম দ্য বেডরুমস অব আফ্রিকান উইমেনের সহ-প্রতিষ্ঠাতা। ওয়েবসাইট, পডকাস্ট ও ফ্যাস্টিভালের মাধ্যমে তারা আফ্রিকান নারীদের যৌন অভিজ্ঞতা নিয়ে কনটেন্ট তৈরী করেন।
নারীদের স্বকীয়তা অর্জণের সুযোগ তৈরীতে নারীবাদীরা সফল হয়েছেন। তবে আমরা আমাদের অর্জনের কারনে কিছুটা সমস্যাও মোকাবেলা করছি।
নানা ডারকোয়া সেকিয়ামাহ

আলেক্সান্দ্রা স্কচিল্যাঙ্কো, রাশিয়া
শিল্পী
সেন্ট পিটার্সবার্গের শিল্পী আলেকজান্দ্রা সুপার মার্কেটের প্রাইস ট্যাগ পরিবর্তন করে ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্তা দেয়ার কারণে গ্রেফতার হন। তার বার্তার মধ্যে ছিল মারিওপোলে রুশ বিমান হামলায় নিহতদের সম্ভাব্য সংখ্যা। একজন ক্রেতা আলেকজান্দ্রার এই কাজের ব্যাপারে কতৃপক্ষকে অভিহিত করেন। ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুল তথ্য ছড়ানো নিষিদ্ধে করা এক আইনে তাকে অভিযুক্ত করা হয়।
এখন তিনি একটি ডিটেনশন সেন্টারে রায়ের অপেক্ষায় আছেন। রায় তার বিরুদ্ধে গেলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আলেক্সান্দ্রার।
আলেক্সান্দ্রা মানসিক স্বাস্থ্য নিয়ে একটি কমিক বুক লিখেছেন। আলেক্সান্দ্রার প্রেমিকা বন্দী অবস্থায় তার শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্যালি স্কেলস, অস্ট্রেলিয়া
শিল্পী
২০২২ সালে "ভয়েস টু পার্লামেন্ট" গণভোটের আগে অস্ট্রেলিয়ান সরকারের সাথে কাজ করা একটি গ্রুপে আর্ট কনসালট্যান্ট স্যালি স্কেলসকে নিয়োগ দেয়া হয়। ঐতিহাসিক এই কনসালটেশনটি সফল হলে আদিবাসীদের সংসদীয় প্রক্রিয়াগুলিতে স্থায়ীভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ হবে।
সাংস্কৃতিক নেতা এবং শিল্পী স্কেলস হলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এপিওয়াই আদীবাসী অঞ্চলের একজন নারী। তিনি দ্বিতীয় নারী হিসেবে এপিওয়াই প্রধানের পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি আদিবাসী-মালিকানাধীন সাংস্কৃতিক উদ্যোগ এপিওয়াই আর্ট সেন্টার কালেক্টিভের একজন মুখপাত্র।

২০১৮ সালে ১০০ নারীর তালিকায় থাকা জুলিয়া গিলার্ড স্যালিকে মনোনীত করেন।
স্যালি বিস্ময়কর শিল্প এবং মানবিক উপলব্ধির একজন স্রষ্টা। অন্যদেরকে আলোকিত ও উৎসাহিত করার মাধ্যমে তিনি বর্ণবাদ এবং লিঙ্গবাদের ক্ষতিকর সংমিশ্রণ দুরীকরণে অনুঘটক হিসেবে কাজ করে যাচ্ছেন।
অ্যাক্টিভিজম ও অ্যাডভোকেসি

লিনা আবু আকলেহ, ফিলিস্তিন
মানবাধিকার কর্মী
দখলকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলী বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত মে মাসে নিহত ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ’র ভাগ্নী মানবাধিকারকর্মী লিনা আবু আকলেহ। ইসরাইলী সেনাবাহিনী বলেছে তাদের একজন সদস্য “ভুল করে’ শিরিনকে হত্যা করেছেন এমন সম্ভাবনা প্রবল।
লিনা এখন শিরিনের হত্যার বিচারের দাবির প্রচারণা চালাচ্ছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর করেছেন। তার এক্টিভিজমের জন্য টাইম ম্যাগাজিন ২০২২ সালের উঠতি ১০০ নেতার তালিকায় স্থান দিয়েছে।
আমার খালা শিরিন যেখানে শেষ করেছেন আমাদের ঠিক সেখানেই শুরু করতে হবে। আমাদেরকে নারীদের দৃষ্ঠিভঙ্গি গুরুত্বের সাথে নিতে হবে যাতে করে আমরা যা বলছি বা যে তথ্য জানাচ্ছি সেটা ন্যায়সঙ্গত ও যথার্থ হয়। আর নারীদের ছাড়া সেটা সম্ভব নয়।
লিনা আবু আকলেহ

জেবিনা ইয়াসমিন ইসলাম, যুক্তরাজ্য
ক্যাম্পেইনার
২০২১ সালে তার বোন স্কুলশিক্ষক সাবিনা নেসা লন্ডনের একটি পার্কে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর জেবিনা ইয়াসমিন ইসলাম যুক্তরাজ্যে রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে সরব প্রচারণা চালাতে শুরু করেন। দণ্ড প্রদানের সময় বিবাদীপক্ষ যেন আদালতে উপস্থিত থাকে সেজন্য আইন সংস্কারের পক্ষে প্রচারণা চালান জেবিনা ইয়াসমিন।
বোনের মৃত্যুর পর, মিজ ইসলাম ব্রিটিশ সরকারের সমালোচনা করে বলেন, এই ঘটনা থেকেই বোঝা যায় যে পুরুষদের দ্বারা সহিংসতার ওপর কত সামান্য গুরুত্ব দেয়া হয়। তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধেও কথা বলেন- তিনি বলেন, তার পরিবার যদি 'সাধারণ শ্বেতাঙ্গ পরিবার' হতো তাহলে হয়তো তাদের সাথে আরো ভালো আচরণ করা হতো।
"জগতের অন্য কারো চেয়ে নিজেকে বেশি ভালোবাসুন'
সাবিনা নেসা
সাবিনা নেসার জার্নাল থেকে একটি বার্তা, তার বোন জেবিনা থেকে পাওয়া

সান্ধিয়া একনালিগোডা, শ্রীলংকা
মানবাধিকারকর্মী
মানবাধিকারকর্মী সান্ধিয়া একনালিগোডা শ্রীলংকার গৃহযুদ্ধে আপনজন হারানো হাজারো মহিলাকে সাহায্য দিচ্ছেন। তার স্বামী প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ও কার্টুনিস্ট প্রাগিত একনালিগোডা ২০১০ সালের জানুয়ারি মাসে নিখোঁজ হন। সরকারের কট্টর সমালোচক এই সাংবাদিক দেশটির বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের উপর হওয়া নির্যাতনের অভিযোগ অনুসন্ধান করেন।
স্বামীর হারিয়ে যাওয়ার পর থেকেই দুই সন্তানের মা সান্ধিয়া বিচার চেয়ে বেড়াচ্ছেন। স্বামীর গুমের জন্য শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসার অনুসারীদের দায়ী করেন সান্ধিয়া। এই ঘটনায় সন্দেহভাজনরা চিহ্নিত হলেও তারা সবাই পরবর্তীতে ছাড়া পেয়ে যান।
আমি সুযোগ পেলেই অন্য নারীদের জন্য লড়াই করি, অপমান ও কুৎসা মোকাবেলা করে কাজ করে যাই। আমার লক্ষ্য অর্জনে ত্যাগ স্বীকার করতে পিছপা হই না।
সান্ধিয়া একনালিগোডা

গোহর এশগী, ইরান
এক্টিভিস্ট
গোহর এশঘি ইরানে ধৈর্য ও একাগ্রতার প্রতিক। তার ছেলে ব্লগার সাত্তার বেহেশতি এক দশক বন্দি অবস্থায় মারা যান। ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে এশঘি তখন থেকেই পুত্র হত্যার বিচারের দাবি জানিয়ে আসছেন।
তিনি ইরানিয়ান কমপ্লেইনেন্ট মাদার গ্রুপের একজন যারা তাদের সন্তানদের হত্যার বিচার চাইছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার ছেলের মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে দায়ী করে ২০১৯ সালে একটি চিঠিতে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষরকারীরা তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন। মাহসা আমিনির মৃত্যুর পর সাম্প্রতিক বিক্ষোভ চলাকালীন সময় এশঘি প্রতিবাদকারীদের সাথে সংহতি জানিয়ে তার মাথার স্কার্ফ খুলে ফেলেন।

হাইডি ক্রাউটার, যুক্তরাজ্য
প্রতিবন্ধী ক্যাম্পেইনার
ডাউন সিনড্রোমে আক্রান্তদের বিষয়ে মানুষের ধারণা পরিবর্তনে প্রচারণা চালান হাইডি ক্রাউটার। ক্রটিযুক্ত ভ্রূণ জন্ম নেয়ার আগ পর্যন্ত গর্ভপাতের যে আইনটি যুুক্তরাজ্যে আছে সেটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সরকারের বিরুদ্ধে আদালতে মামলা লড়েন তিনি। নভেম্বরে হাইডির আবেদন খারিজ করে আদালত। তবে হাইডি জানান তিনি আর তার দল এই বিষয়ে লড়াই অব্যাহত রাখবেন এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
হাইডি ক্রাউটার ‘পজেটিভ অ্যাবাউট ডাউন’ নামক সংস্থার প্যাট্রন এবং ন্যাশনাল ডাউন সিনড্রোম পলিসি গ্রুপের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা। গত অগাস্টে তার বই ‘আয়্যাম জাস্ট হেইডি’ প্রকাশিত হয়।
আমি চাই গর্ভবতী নারীরা ডাউন সিনড্রোম নিয়ে সঠিক তথ্য পাক। আমি চাই মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখুক এবং জানতে পারুক আমরা আসলে কারা।
হাইডি ক্রাউটার

হেরালদিনা গেরা গার্চেজ, একুয়েডর
ফেমিসাইড এক্টিভিস্ট
সতের বছর ধরে একুয়েডরে নারী অধিকার রক্ষায় সক্রিয়, হেরালদিনা গেরা গার্চেজ একুয়েডরে সহিংসতার শিকার নারীদের সুরক্ষা দিতে কাজ করেন। ফেমিসাইড, অর্থাৎ নারী হবার কারণে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন তিনি।
’কার্টোগ্রাফিস অব মেমোরি’ নামের একটি উদ্যোগ পরিচালনার পেছনে রয়েছেন তিনি। এর মাধ্যমে ফেমিসাইডের শিকার নারীদের ‘জীবনের মানচিত্র’ তৈরী করা হয়। এর মাধ্যমে নিহত নারীর স্মৃতি ধরে রাখা হয়, যার উদ্দেশ্য নারীর প্রতি সহিংসতার বিষয়ে মানুষের বিবেককে নাড়া দেয়া। গেরা ’ফেমিনিস্ট অ্যালায়েন্স’ ও ‘লাতিন আমেরিকান নেটওয়ার্ক এগেইনস্ট জেন্ডার ভায়োলেন্স’ নামের দুটি সংগঠনের জন্য তথ্য সংগ্রহ করেন। আলেদা ফাউন্ডেশন ও নেটওয়ার্ক অব উইমেন্স শেল্টারেরও প্রতিনিধিত্ব করেন তিনি।
ফেমিসাইড ঠেকাতে কঠোর পদক্ষেপ না নিলে কারো উন্নতি হবে না। নতুন আইন কার্যকর হলেও আমরা এখনো নারী হওয়ার কারণে খুন হচ্ছি। এটা থামা দরকার।
হেরালদিনা গেরা গার্চেজ

মউদ গোবা, যুক্তরাজ্য
LGBTQ+ এক্টিভিস্ট
একজন শরণার্থী মউদ গোবা প্রায় দুই দশক ধরে শরণার্থীদের একীকরণে ভূমিকা রাখা তৃণমূল সংস্থাগুলির সাথে কাজ করেছেন। তিনি বর্তমানে মাইক্রো রেনবো নামক সংস্থার জাতীয় ব্যবস্থাপক। সংস্থাটি LGBTQ+ আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয় প্রদান করে। তিনি তাদের আবাসন প্রকল্পের নেতৃত্ব দেন, যা গৃহহীনদের বছরে ২৫,০০০ শয্যা-রাত্রি প্রদান করে। মউদ LGBTQ+ মানুষের কর্মসংস্থান কর্মসূচির সাথেও জড়িত।
সম্প্রতি গোবা আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে আসা LGBTQ+ লোকেদের ইন্টিগ্রেশন প্রক্রিয়া পরিচালনা করেছে। তিনি ইউকে ব্ল্যাক প্রাইডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বোর্ড অফ ট্রাস্টির বর্তমান সভাপতি।

সানজিদা ইসলাম ছোঁয়া, বাংলাদেশ
ছাত্রী
বাংলাদেশ পৃথিবীর অন্যতম বাল্যবিবাহ-প্রবণ দেশ, তবে সানজিদা ইসলাম ছোঁয়া এই ধারা বদলানোর চেষ্টা করছেন। তার মায়েরও বিয়ে হয়েছিল অল্প বয়সে। স্কুলে বাল্যবিবাহের প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন দেখে বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী হন তিনি।
ছোয়া ও বন্ধুরা, শিক্ষক ও সহযোগীরা নিজেদের ঘাসফড়িং হিসেবে পরিচয় দেন। বাল্যবিবাহের কোন ঘটনা জানলে তারা পুলিশকে জানান। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও ছোয়া ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০ টি বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রেখেছে ঘাসফড়িং।

ইফরাত তিলমা, ইসরায়েল
স্বেচ্ছাসেবক
ইসরায়েলি পুলিশের প্রথম ট্রান্সজেন্ডার স্বেচ্ছাসেবক ইফরাত তিলমা জরুরি সেবা প্রদান করেন এবং পুলিশ বাহিনীর সাথে LGBTQ+ সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়নে কাজ করেন। পরিবারের দ্বারা প্রত্যাখ্যাত এবং পুলিশী হয়রানির সম্মুখীন হয়ে তিলমা কিশোরী অবস্থায় ইসরায়েল থেকে পালিয়ে ইউরোপে চলে যান। তিনি ১৯৬৯ সালে ক্যাসাব্লাঙ্কায় লিঙ্গ পুনর্নির্ধারণ অস্ত্রোপচার করেছিলেন। তখন এটি ইউরোপের বেশিরভাগ অঞ্চলে নিষিদ্ধ ছিল।
তিনি বার্লিনে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে যোগদান করেন এবং সেখানে বিয়ে করেন। বিবাহবিচ্ছেদের পর ২০০৫ সালে ইসরায়েলে ফিরে আসেন। তখন দেশটিকে যৌন সংখ্যালঘুদের জন্য বেশ সুবিধাজনক মনে হওয়ায় পুলিশের স্বেচ্ছাসেবক হতে আগ্রহী হন তিনি।

নিজের চুল কেটেছেন যে নারীর, ইরান
আন্দোলনকারী
২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৩ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশ ঠিকমতো হিজাব পরিধান না অভিযোগে তাকে গ্রেফতার করে। ইরানে হিজাব দিয়ে নারীদের চুল ঢেকে রাখার কঠোর বিধান রয়েছে।
এই বছর আমরা স্বাধীনতার জন্য ও হিজাব পরিধান বাধ্যতামূলক করা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা নারীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে চেয়েছি।
বিশ্ব জুড়ে সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং এক্টিভিস্টদের মধ্যে চুল কাটা একটি আন্দোলনের একটি প্রতীক হয়ে উঠেছে। ইরানের কিছু সম্প্রদায়ের কাছে চুল কাটা শোক প্রকাশের একটি চিরাতয় মাধ্যম হিসেবে গণ্য হয়।

এলিস পাটাক্সো, ব্রাজিল
আদিবাসী আন্দোলনকর্মী
এলিস পাটাক্সো একাধারে জলবায়ু আন্দোলন কর্মী, সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার। সম্প্রতি ব্রাজিল সরকারের পরিবেশ ও কৃষি নীতিমালা কীভাবে আদিবাসীদের ভূমির অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়ে সচেতনতা তৈরীর কাজ করেন তিনি। পাটাক্সো আদিবাসীদের কন্ঠস্বর হিসেবে পরিচিত পাটাক্সো আদিবাসীদের ব্যাপারে ঔপনিবেসিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ ছুঁড়তে চান। পরিবেশ আন্দোলন কর্মীদের হত্যাকান্ড নিয়েও তিনি সরব।
সাংবাদিকতার পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল নুহে-এর জন্যও কন্টেন্ট তৈরী করেন তিনি। নুহে শব্দটি ব্রাজিলের আদিবাসীদের সহনশীলতা বোঝাতে ব্যবহার হয়।

২০২১ সালের ১০০ নারীর তালিকায় থাকা মালালা ইউসুফজাই তার নাম মনোনয়ন দেন।
এলিস পাটাক্সোকে মনোনীত করতে পেরে আমি খুব খুশি। জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা ও আদিবাসী অধিকার নিয়ে তার দৃঢ়চেতা মনোভাব আমাকে একটি এই আশাবাদ দেখায় যে একটি টেকসই ও বৈষম্যহীন সমাজ খুব দূরে নয়।

তামানা জারইয়াব পারইয়ানি, আফগানিস্তান
এক্টিভিস্ট
শিক্ষা ও কাজের অধিকারের দাবীতে জানুয়ারীতে এক মিছিলে অংশগ্রহণ করার কয়েকদিনের মাথায় তামানা জারইয়াব পারইয়ানি ও তার বোনদের বাড়ি থেকে সশস্ত্র কিছু লোক জোরপূর্বক তুলে নিয়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়দের নিন্দা ও তামানা ও বোনদের মুক্তির দাবীর মুখে তালিবানরা এই ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে।
গ্রেফতারের বিষয়ে নিজের প্রতিক্রিয়ার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিতে সক্ষম হন তামানা। তার এই ভাইরাল ভিডিওটির মাধ্যমে দেশটিতে নারী কর্মীদের হারিয়ে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। তিন সপ্তাহের বন্দীদশার পর তামানা মুক্ত হন। এখন তামানা জার্মানিতে বাস করছেন।ইরানের নারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে নিজের মাথার ওড়না পুড়িয়ে দেন তিনি। আফগানিস্তানের অনেক নারী তার এই পদক্ষেপের সমালোচনা করেন।
পৃথিবীর নারীরা এগিয়ে যাচ্ছেন, তবে আফগানিস্তানের নারীদের ২০ বছর পিছিয়ে দেয়া হয়েছে। আফগান নারীদের বিগত দুই দশকের সব অর্জন কেড়ে নেয়া হয়েছে।
তামানা জারইয়াব পারইয়ানি

রয়া পিরায়ী, ইরান
এক্টিভিস্ট
সেপ্টেম্বরে রয়া পিরায়ীর একটি ছবি ভাইরাল হয়েছিল। তার মা, ৬২ বছর বয়সী মিনু মাজিদি, ইরানের বৃহত্তম কুর্দি-ভাষী শহর কেরমানশাহতে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। পিরায়ী তার মায়ের কবরের পাশে মাথা ন্যাড়া করে তার কাটা চুল হাতে ধরে ক্যামেরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল।
২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিকভাবে শিরোনাম হওয়া মুখগুলির মধ্যে অন্যতম একজন হয়ে উঠেন তিনি৷ পিরায়ী চলমান বিক্ষোভের জন্য আন্তর্জাতিক সমর্থন পেতে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করেছেন।

সেসি ফ্লোরেস, মেক্সিকো
একটিভিস্ট
২০১৫ সালে সেসি ফ্লোরেসের ২১ বছর বয়সী ছেলে আলেসান্দ্রোকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা। চার বছর পর তার আরেক পুত্র ৩১ বছর বয়সী মার্কো এন্টনিওকে অপহরণ করে একটি সন্ত্রাসী চক্র। ফ্লোরেস জানান তার গুমের শিকার হওয়া সন্তানদের ভাগ্যে কি ঘটেছে সেটা না জেনে মৃত্যুবরণ করার ভয় তাড়া করে তাকে। এই ভয়ই তার এক্টিভিজমের মূল চালিকাশক্তি।
এবছর দেশটিতে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা এক লাখে পৌছেছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশাল ট্রাজেডি হিসেবে আখ্যা দিয়েছে। ফ্লোরেসের নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি সংগঠন হাজারের বেশি গুম হওয়া মানুষের কবরের খোঁজ বের করতে কাজ করেছে।

ভেলমারিরি বামবাড়ি, ইন্দোনেশিয়া
অ্যাক্টিভিস্ট
ভেলমারিরি বাম্বাড়ি ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চল সেন্ট্রাল সুলাওয়েসিতে যৌন সহিংসতার শিকার মানুষের জন্য কাজ করছেন। তিনি স্থানীয় কাউন্সিলের সদস্যদের প্রথাগত আইন ভঙ্গ করতে এবং যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের উপর জরিমানা আরোপ না করার জন্য আহবান করেন।
প্রথাগত আইনে মূল্যবোধ পরিপন্থি কাজের শাস্তি হিসেবে জরিমানা করা হয়। এই নিয়ম ভুক্তভোগীদের জন্যও প্রযোজ্য। বামবাড়ির প্রচারণার ফলে এখন কোন যৌন সহিংসতার কোন অভিযোগ পেলে পুলিশ অনেক ক্ষেত্রে তার সাথেই প্রথম যোগাযোগ করে। তিনি এই বছর বেশ কয়েকটি মামলা মোকাবেলা করেছেন।
শারীরিক প্রতিবন্ধী হলেও আমি আমার চারপাশের নারীদের আর্থিক স্বাধীনতার সুযোগ তৈরি করার মাধ্যমে ক্ষমতায়ন করার জন্য আমার সব শক্তি ব্যয় করতে চাই।
ভেলমারিরি বামবাড়ি

তারানা বার্ক, যুক্তরাষ্ট্র
এক্টিভিস্ট
পাঁচ বছর আগে মি টু মুভমেন্ট ছড়িয়ে পড়ার পর পৃথিবীর মানুষ লাখো মানুষ যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ্যে আনে। কিন্তু ২০০৬ সালেই এই আন্দোলন শুরু করেন যৌন হেনস্তার শিকার হওয়া এক্টিভিস্ট তারানা বার্ক। নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরি করতে এই আন্দোলনের সূচনা করেন তিনি।
২০১৭ সালে অভিনেত্রী এলিসা মিলানোর একটি টুইট এই আন্দোলনকে জোরদার করে। এর ফলে নির্যাতনের শিকার নারীরা তাদের অভিজ্ঞতা সামনে আনার সাহস পান। সাংস্কৃতিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যাচ্ছেন তারানা।

হাদিজাতু মানি, নিজার
দাসত্ব বিরোধী এক্টিভিস্ট
মাত্র ১২ বছর বয়সে এক ব্যক্তির পঞ্চম স্ত্রী হওয়ার জন্য বিক্রি করা হয় হাদিজাতু মানিকে। প্রভাবশালী ব্যক্তিরা তাদের চার বৈধ স্ত্রীর সেবা করার জন্য পঞ্চম অনানুষ্ঠানিক স্ত্রী গ্রহণ করার এই প্রথা ওহায়া প্রথা নামে পরিচিত। ২০০৫ সালে আইনগতভাবে মুক্তি পাওয়ার পর মানি আবার বিয়ে করেন, কিন্তু তার প্রাক্তন প্রভু তাকে বিবাহিত অবস্থায় অবৈধভাবে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত করেন এবং তার বিরুদ্ধে মামলা করেন। কর্তৃপক্ষ তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।
মানি এই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন এবং নাইজারের সুপ্রিম কোর্ট ২০১৯ আগের রায় বাতিল করে তাকে দায়মুক্ত করে। আদালত ওহায়া প্রথাও নিষিদ্ধ করে। তিনি এখন একজন দাসত্ব বিরোধী এক্টিভিস্ট এবং তার প্লাটফর্ম ব্যবহার করে অন্য নারীদের পালাতে সাহায্য করেন।

ওলেসান্দ্রা মেটভিচুক, ইউক্রেন
মানবাধিকার আইনজীবী
পনের বছর ধরে সেন্টার ফর সিভিল লিভার্টিজ নামের সংস্থাটির নেতৃত্ব দিয়ে আসছেন ওলেসান্দ্রা মেটভিচুক। ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহের জন্য সংস্থাটি ২০২২ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরষ্কার জয়ী হয়।
সংস্থাটি ইউক্রেনে ষাটের দশকের মানবাধিকার নিয়ে কাজ করা ভিন্নমতাবলম্বীদের ধারার অনুসারী। ২০১৪ সালে প্রথম মানবাধিকার সংস্থা হিসেবে যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ করতে ক্রিমিয়া, লুহানস্ক ও দনেৎস্কে গিয়েছিলো। এখন তারা রাশিয়ার বিরুদ্ধে চেচনিয়া, মলদোভা, জর্জিয়া, সিরিয়া, মালি ও ইউক্রেনে যুদ্ধাপরাধে লিপ্ত হওয়ার অভিযোগ এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেশটির অপরাধের তদন্তের দাবী জানাচ্ছে।
সাহসীকতার কোন লিঙ্গ পরিচয় নেই।
ওলেসান্দ্রা মেটভিচুক

নার্গেস মোহাম্মদী, ইরান
মানবাধিকার কর্মী
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাংবাদিক নার্গেস মোহাম্মদী ইরানের ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টারের সহ-সভাপতি। মৃত্যুদণ্ডের বিধান বাতিলের জন্য তিনি অক্লান্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সময় তিনি এভিন কারাগার থেকে পাঠানো এক চিঠিতে ইরান সরকারকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করতে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান তিনি।
২০১০ সালে মোহাম্মদীকে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে জামিনে থাকাকালীন সময় এক বক্তব্যে এভিন কারাগারে বন্দীদের সাথে করা আচরণের সমালোচনা করার দায়ে তার সাজা বৃদ্ধি করে ১৬ বছর করা হয়। ১৬ জন প্রাক্তন বন্দীর সাক্ষাৎকারের ভিত্তিতে বানানো তার প্রামাণ্যচিত্র হোয়াইট টর্চারে নির্জন কারাবাসের অভিজ্ঞতা তুলে আনা হয়। তার স্বামী রাজনৈতিক কর্মী তাঘী রহমানীর তাদের দুই সন্তান নিয়ে প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

লাইলি, ইরান
আন্দোলনকারী
ইরানের বর্তমান বিক্ষোভের আইকনিক চিত্রগুলির মধ্যে একটি ছিল একজন তরুণীর। পেছন থেকে তোলা ছবিতে ওই নারীকে তার চুল পনিটেল করে রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। তার ছবি প্রতিবাদকারীদের সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। কিন্তু ওই নারী বিক্ষোভে নিহত ২২ বছর বয়সী হাদিস নাজাফি এমন একটি ভুল ছড়িয়ে পড়েছিলো।
বিবিসি ফার্সির সাথে কথা বলার সময় লাইলি (তার আসল নাম নয়) বলেছিলেন যে তিনি "হাদিস নাজাফি এবং মাহসা আমিনির মতো লোকদের জন্য লড়াই করবেন"। ইরানি শাসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আমাদের মৃত্যুর হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমরা ইরানের স্বাধীনতার বিষয়ে আশাবাদী।”

ঝো শিয়াওশুয়ান, চীন
নারীবাদী কর্মী
মি টু মুভমেন্টের সময় সময় ঝো শিয়াওশুয়ানের মামলা ছিলো চীন এবং বিশ্বের নারীবাদীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১৮ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভির তারকা উপস্থাপক ঝু জুনের বিরুদ্ধে যৌন হেনস্তা ও জোর করে চুমু দেয়ার অভিযোগ আনেন তিনি। তিনি অভিযোগ করেন ২০১৪ সালে সিসিটিভিতে ইন্টার্ন করার সময় তিনি এই হেনস্থার শিকার হন। ওই সাংবাদিক অভিযোগটি অস্বীকার করে ঝো শিয়াওশুয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
পর্যাপ্ত প্রমাণের অভাবে তার মামলাটি খারিজ হয়ে যায়। এবছর তার আপিলও বাতিল হয়ে যায়। বিদেশী অনেক গণমাধ্যম এ ঘটনাকে চীনের মি টু আন্দোলনের ওপর একটি বড় আঘাত হিসেবে মনে করেন। তিনি এখন যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের সহায়তা প্রদান করেন এবং চীনে নারীবাদী ইস্যুগুলো নিয়ে কাজ করেন

জুলিয়া সাচুক, ইউক্রেন
প্রতিবন্ধী অধিকার নেত্রী
মানবাধিকাকর্মী জুলিয়া সাচুক ফাইট ফর রাইট নামের ইউক্রেনের একটি সংস্থার প্রধান। সংস্থাটি প্রতিবন্ধী নারীদের নেতৃত্বে পরিচালিত হয়। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর হাজারো প্রতিবন্ধী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিরলস কাজ করে যান তিনি।
প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়াতে আগ্রহী তিনি। ওবামা ফাউন্ডেশনের লিডার ইউরোপ প্রোগ্রামে অংশগ্রহন করেন তিনি। ২০২০ সালে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এছাড়াও প্রতিবন্ধী অধিকার বিষয়ক জাতিসংঘের কমিটিতে ইউক্রেনের প্রার্থী তিনি।

সোভাদা সেলিমোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনা
শান্তি প্রচারক
যুদ্ধ বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনায় সোভাদা সেলিমোভিচ অন্য উদ্বাস্তু নারীদের নিয়ে একটি গ্রাম পুনর্গঠনে ভুমিকা রাখেন। নিজ গ্রামে ফিরে আসা নারীদের নিয়ে যুদ্ধের ত্রিশ বছর পর সেই গ্রামেই থাকচেন তারা। ছোট্ট এক সন্তানের মা বিধবা এই নারী আনিমা নামের একটি সংস্থা গড়ে তুলেছেন। নারীর ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্টায় কাজ করে সংস্থাটি।
২০০৮ সালে গণকবরে তার স্বামীর দেহাবশেষ পাওয়া যায়। এরপর যুদ্ধাপরাধ আদালতে তিনি স্বাক্ষ্য দেন এবং অন্য নারীদেরও উদ্বুদ্ধ করেন। তার প্রতিষ্ঠিত সংস্থাটি এখন যুদ্ধের ফলে মানসিক অবসাদে ভোগা নারীদের নিয়ে কর্মশালা পরিচালনা করে এবং তাদের তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রিতে সহায়তা করে।

গেহাদ হামদি, মিশর
ডেন্টিস্ট এবং মানব হিতৈষী
ডেন্টিস্ট গেহাদ হামদি স্পিক আপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপক। এটি মিশরীয় নারীবাদীদের একটি উদ্যোগ যেটি সামাজিক মাধ্যম ব্যবহার করে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে কাজ করে। ২০২২ সালে মিশর জুড়ে মহিলাদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংস অপরাধ সংগঠিত হওয়ার পর এই বিষয়টি সামনে আসে।
সংস্থাটি নারীদের নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোলাখুলি কথা বলতে উৎসাহিত করার পাশাপাশি আইনি ও মানসিক সমর্থন প্রদান করে, এসব ঘটনায় সুবিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে। ওয়ার্ল্ড জাস্টিস ফোরাম ২০২২ সালে সমান অধিকার এবং বৈষম্য কমানোয় ভূমিকা রাখায় সংস্থাটিকে পুরস্কার প্রদান করে।
অনেক দূর যেতে হবে। আমরা এখনো লক্ষ্যের কাছাকাছিও যেতে পারিনি। আসলে, আমরা সবে শুরু করেছি।
গেহাদ হামদি

জুডিথ হিউম্যান, যুক্তরাষ্ট্র
প্রতিবন্ধী অধিকার কর্মী
প্রতিবন্ধী মানুষদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন জুডিথ হিউম্যান। অল্প বয়সেই পোলিওতে আক্রান্ত হয়েছিলেন তিনি। নিউইয়র্ক শহরে যারা শিক্ষকতাকে পেশা হিসেব বেছে নিয়েছেন, তাদের মধ্যে প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হলেন জুডিথ।
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নেত্রী তিনি। দীর্ঘসময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এ সময় তিনি প্রতিবন্ধী অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ব্যাপক ভূমিকা রাখেন। এ ছাড়াও অলাভজনক সংস্থা এবং প্রতিবন্ধীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জুডিথ হিউম্যান কাজ করেছেন।

২০২০ সালের ১০০ নারীর তালিকায় থাকা প্রতিবন্ধী অধিকার কর্মী শানি ধান্ডা তাকে মনোনয়ন দেন।
বিশ্বের প্রতিবন্ধীদের জন্য তিন দশকের বেশী সময় ধরে কাজ করে যাওয়া জুডিথ আমাকে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করেন। প্রতিবন্ধী অধিকার নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্বাস্থ্য ও বিজ্ঞান

আই নাইন থু, মিয়ানমার
চিকিৎসক
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকা বিশেষত দূর্গম ও দারিদ্রপীড়িত চিন অঞ্চলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি। ২০২১ সালের নভেম্বরে তিনি ছোট অপারেশন থিয়েটার সম্বলিত একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তুুলেন। সেখানে অসুস্থ ও আহত মানুষদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি
অবসর সময়ে তিনি দূর্গম এলাকায় সফর করেন যেখানে স্বাস্থ্যসেবা সুবিধা অপ্রতুল। সেসব এলাকায় স্থানীয় রুগি ও উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা প্রদান করেন তিনি। এই কাজ করতে গিয়ে তিনি মিয়ানমারের সেনাবাহিনীর মামলার মুখে পড়েছেন। দেশটির সেনাবাহিনী তার বিরুদ্ধে সহিংসা উস্কে দেয়া ও সরকার বিরোধী মিলিশিয়া বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেসকে সহায়তা প্রদান করার অভিযোগ আনে।

ইফেওমা ওজোমা, যুক্তরাষ্ট্র
পাবলিক পলিসি এবং প্রযুক্তি বিশেষজ্ঞ
অ-প্রকাশ চুক্তি লঙ্ঘন করে প্রাক্তন কর্মস্থল পিনটারেস্টের বিরুদ্ধে লিঙ্গ এবং জাতি বৈষম্যের অভিযোগ আনা ইফেওমা ওজোমা কর্মক্ষেত্রে দুর্ব্যবহার প্রতিরোধে কর্মীদের সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ৷ তিনি সাইলেন্সড নো মোর অ্যাক্টের সহ-স্পন্সর হন। এই অ্যাক্ট ক্যালিফোর্নিয়ার প্রতিটি কর্মীকে নিজেদের কর্মস্থলে বৈষম্য বা হয়রানির বিষয়ে তথ্য শেয়ার করার সুযোগ এনে দিয়েছে।। ওজোমার অভিযোগের পর পিন্টারেস্ট তাদের কর্মপরিবেশ পর্যালোচনা করে এবং আইনটির প্রতি তাদের সমর্থন ঘোষণা করে
ওজোমা দ্য টেক ওয়ার্কার হ্যান্ডবুক ও প্রকাশ করেন। হ্যান্ডবুকটিতে কর্মীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলার জন্য সহায়ক নানা রিসোর্স রয়েছে। এছাড়াও তিনি আর্থসিড নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি প্রযুক্তি শিল্পের প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যতা বিধান করার উপদেশ প্রদান করে।

ইরিনা কনদ্রাতোভা, ইউক্রেন
শিশুরোগ বিশেষজ্ঞ
খারকিভ রিজিওনাল পেরিনাটাল সেন্টারে ব্যাপক বোমাবর্ষণ সত্বেও ডাঃ ইরিনা কনদ্রাতোভা ও তার দল প্রসূতি মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। হাসপাতালের বেইজমেন্টে লেবার ওয়ার্ড স্থাপন করেন নিজেদের জীবন বিপন্ন করে অসুস্থ শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করেন তারা।
গত মার্চ মাসে প্রসূতি সেবাকেন্দ্রটির প্রধান কনদ্রাতোভার কাছে ডেভিড বেকহাম তার ইনস্টাগ্রম একাউন্ট হস্তান্তর করেন যাতে তারা যে চ্যালেঞ্জ মোকাবিলা করছেন সেগুলো সবাইকে জানাতে পারেন। তার দল ২০১৪ সাল থেকে লুহানস্ক এবং দোনেৎস্কে তিন হাজারের বেশি নারীকে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন।
আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল এমনকি জীবন ধ্বংস হয়ে গেছে। তবে আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।
ইরিনা কনদ্রাতোভা

স্যান্ডি কাবরেরা আর্তেয়াগা, হন্ডুরাস
প্রজনন অধিকারকর্মী
দর্শনের ছাত্রী, নারীবাদী ও লেখিকা স্যান্ডি কাবরেরা আর্তেয়াগা যৌন ও প্রজনন অধিকারকর্মী হিসেবে সুপরিচিত। জরুরি গর্ভনিরোধক বিষয়ক কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘লেটস টক অ্যাবাউট হোয়াট ইট ইজ’ শীর্ষক জরুরি জন্মনিয়ন্ত্রণ বিষয়ক একটি শিক্ষামূলক প্রচারণা ও ডিজিটাল প্লাটফর্মের মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
স্যান্ডি কাবরেরা আর্তেয়াগা তরুণদের মানবাধিকার, যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করা ‘ইয়ুথ অ্যাকশন-এর সাথেও যুক্ত রয়েছেন। হন্ডুরান ইশারা ভাষায় তার দক্ষতা রয়েছে।

জুডি কিহুম্বা, কেনিয়া
ইশারা ভাষার দোভাষী
মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য ও বধির মায়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করেন জুডি কিহুম্বা। সকল নারীদের কাছে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজগম্য করতে কাজ করেন তিনি। কেনিয়ার কিছু হাসপাতালে ইশারা ভাষার দোভাষীর অনুপস্থিতির কথা বুঝতে পেরে তিনি এই উদ্যোগ নেন।
জুডি কিহুম্বা ‘টকিং হ্যান্ডস, লিসেনিং আইস ও পোস্টপার্টাম ডিপ্রেশন’ নামের সংস্থার প্রতিষ্ঠাতা। বধির নারীদের মাতৃত্বকালীন সময়ে সংস্থাটি সহায়তা করে। ২০১৯ সালে তিনি পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব-পরবর্তী বিষণ্ণতায় আক্রান্ত হন। এই বছরই সংস্থাটি একটি সম্মিলিত বেবি শাওয়ার প্রোগ্রামের আয়োজন করার মাধ্যমে ৭৮ জন বধির মাকে স্বাস্থ্যসেবা কর্মী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ প্রদান করে।

আসোনেলে কোটু, দক্ষিণ আফ্রিকা
প্রযুুক্তি উদ্যোক্তা
নিজের গর্ভনিরোধক ইমপ্লান্টটি অপসারণ করতে চাওয়ার সময় আশেপাশে সাহায্য করার মতো কাউকে খুঁজে না পাওয়ার পর অ্যাসোনেলে কোটুর মাথায় ব্যবসাটি ধারণার জন্ম হয়েছিল। এরপর তিনি ফেমকানেক্ট নামের স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেন যা পিরিয়ড কালীন সময়ের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে সহায়তা ও কিশোরী গর্ভধারণ কমাতে প্রযুক্তিগত সমাধান প্রদান করে।
এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কোন ধরণের বৈষম্য ছাড়াই যৌন এবং প্রজনন টেলিমেডিসিন সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও নারীদের পরিচ্ছন্নতা ও জন্মনিয়ন্ত্রণ উপকরণের সুবিধা রয়েছে ফেমকানেক্টে। কোটু পিরিয়ড-দারিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করতে আগ্রহী।
সমস্যা সমাধানের তরুণদের দৃঢ় সংকল্প দেখার মতো বিষয়। তারা নিশ্চিত করতে চায় যে পরবর্তী প্রজন্মকে তাদের বাবা-মায়ের মতো একইধরণের সংগ্রাম যেন করতে না হয়।
আসোনেলে কোটু

ম্যারি ক্রিস্টিনা কোলো, মাদাগাস্কার
জলবায়ু উদ্যোক্তা
জলবায়ু উদ্যোক্তা ও ইকোফেমিনিস্ট ম্যারি ক্রিস্টিনা কোলো কপ২৭ সম্মেলনে তার দেশ মাদাগাস্কারের প্রতিনিধিদলের সদস্য ছিলেন। জলবায়ু পরিবর্তনের সাথে মানবাধিকার ও জেন্ডার বিষয়ের যোগসূত্র নিয়ে কাজ করেন। কেননা দীর্ঘ খরার কারণে মাদাগাস্কারের লাখো মানুষের জন্য খাদ্যের সংস্থান একটি বড় চ্যালেঞ্জ। মাদাগাস্কারের দুর্ভিক্ষকে জাতিসংঘ বিশ্বের প্রথম জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া দূর্ভিক্ষ হিসেবে আখ্যা দিয়েছে।
’পিপল পাওয়ার ইনক্লুশন’ নামের এনজিও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন কোলো। এনজিওটি সবুজ অর্থনীতির মাধ্যমে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে কাজ করে। গ্রিন 'এন' কুল নামের একটি সামাজিক উদ্যোগ পরিচালনা করেন তিনি, যেটা জলবায়ু-ন্যায়বিচার নিয়ে কাজ করে। কোলো ‘উইমেন ব্রেক দ্য সাইলেন্স’ নামের একটি আন্দোলন পরিচালনা করেন যেটি ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে।
আমরা শুধুমাত্র জলবায়ুুুু পরিবর্তনের নির্মমতার বলি বা সংঘাতের জন্য পরিচিত হতে চাই না। আমি খুবই আশাবাদী হই যখন দেখি আমরা নারীরা শত প্রতিকূলতা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে পারি।
ম্যারি ক্রিস্টিনা কোলো

ডিলেক গুরসয়, জার্মানি
হার্ট সার্জন
তুরষ্কের অভিবাসী বাবা–মায়ের ঘরে জন্ম নেয়া ড. ডিলেক গুরসয় জার্মানির একজন শীর্ষস্থানীয় হার্ট সার্জন ও কৃত্রিম হৃদযন্ত্র বিশেষজ্ঞ। তিনি ফোর্বস ম্যাগাজিনের জার্মান সংখ্যার প্রচ্ছদে স্থান পান, যেখানে ইউরোপের প্রথম মহিলা সার্জন হিসেবে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের জন্য তার ভূয়সী প্রশংসা করা হয়।
এক দশকের বেশি সময় ধরে কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে গবেষণার পুরোধা ব্যক্তি। তার গবেষণার মূল লক্ষ্য হচ্ছে হৃদযন্ত্র প্রতিস্থাপনের বিকল্প ব্যবস্থা বের করা কারণ এই অঙ্গটি সহজলভ্য নয়। তার গবেষণায় নারীদের অ্যানাটমিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ডিলেক নিজের আত্মজীবনী লিখেছেন এবং নিজের একটি হার্টের ক্লিনিক প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু করেছেন।

ওয়েগাহতা গেব্রেইয়োহানেস আবেরা, টিগরে, ইথিওপিয়া
মানবিক সহায়তা কর্মী
মানবিক সহায়তা কর্মী ওয়েগাহতা গেব্রেইয়োহানেস আবেরা অলাভজনক প্রতিষ্ঠান হ্রিনডার প্রতিষ্ঠাতা। সংস্থাটি ইথিওপিয়ার যুদ্ধ বিধ্বস্ত টিগরে অঞ্চলে অপুষ্টি দূরীকরণে কাজ করেন। শরণার্থীদের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের জরুরি খাদ্য সহায়তা প্রদানসহ নানা প্রজেক্ট নিয়ে কাজ করেন তিনি।
যুদ্ধের সময় যৌন সহিংসতার শিকার নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে সংস্থাটি। যুদ্ধের ফলে দারিদ্র্যের শিকার হয়ে যৌনকর্মী হয়ে যাওয়া নারীদের নিয়েও কাজ করে অলাভজনক সংস্থাটি।

ইয়ানা জিঙ্কেভিচ, ইউক্রেন
রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবী
স্বেচ্ছাসেবী প্যারামেডিক সংস্থা হসপিটালার্স যুদ্ধক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে কাজ করে। ইয়ানা জিঙ্কেভিচের নেতৃত্বাধীন সংস্থাটি যুদ্ধক্ষেত্র থেকে মানুষকে উদ্ধার করে। স্কুলের গন্ডি পেরোনোর পর জিঙ্কোভিচ মেডিকেল ভলান্টিয়ার হন। ২০১৪ সালে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর তিনি সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
তিনি নিজে ২০০ আহত সৈনিককে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করেন। তার দল আহত সৈনিক ও সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা প্রশিক্ষন দিয়ে থাকে। দলটি প্রায় ৬ হাজার মানুষকে উদ্ধার করে৷ ২৭ বয়সী জেঙ্কোভিচ ইউক্রেনের একজন সংসদ সদস্য এবং মিলিটারি মেডিসিন উপকমিটির নেতা।

ইয়ুলিয়া পায়েভস্কা, ইউক্রেন
প্যারামেডিক
ইয়ুলিয়া পায়েভস্কা সুখ্যাত ইউক্রেনীয় বেসামরিক প্যারামেডিক এবং স্বেচ্ছাসেবী মেডিকেল ইউনিট টাইরাস অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা। সংস্থাটি শত শত আহত সামরিক- বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ভুমিকা রাখে। টাইরা নামে বেশি পরিচিত ইয়ুলিয়া পায়েভস্কা মার্চ মাসে মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে সাহায্য করার সময় রাশিয়ান বাহিনীর হাতে ধরা পড়েন।
তিনি অবরুদ্ধ শহরে তার দলের কাজ নথিভুক্ত করার জন্য একটি বডি ক্যামেরা ব্যবহার করছিলেন। ইউলিয়া পায়েভস্কা সেই ক্যামেরার ফুটেজ মিডিয়ার কাছে পৌছাতে সক্ষম হন। তিন মাস পরে মুক্তি পাওয়ার পর পায়েভস্কা তার বন্দিদশায় যে মানবেতর পরিস্থিতির মধ্যে ছিলেন সেটা তুলে ধরেন। তাকে আটক রাখার স্থানকে "নরক" বলে আখ্যা দেন ইউুলিয়া।

সামরাউইথ ফিকরু, ইথিওপিয়া
প্রযুক্তি উদ্যোক্তা
১৭ বছর বয়স পর্যন্ত কখনো কম্পিউটার ব্যবহার না করা সামরাউইথ ফিকরু এখন একজন প্রোগ্রামার। তিনি হাইব্রিড ডিজাইন্স নামের একটি কোম্পানীর প্রতিষ্ঠাতা, যেটি ইথিওপিয়ার টেক্সি অ্যাপ 'রাইড' নির্মানের অন্যতম কারিগর।
কাজের পর ট্যাক্সিতে বাড়ি ফেরাকে অনিরাপদ মনে করা ও ড্রাইভারদের অতিরিক্ত ভাড়া নেয়ার চেষ্টার অভিজ্ঞতা থেকে রাইড শেয়ারিং অ্যাপ বানানোর চিন্তা আসে সামারাউইথ ফিকরুর মনে। ২ হাজার ডলারেরও কম দিয়ে অ্যাপটি শুরু করেন তিনি। তার কোম্পানীর বেশির ভাগ চাকুরীজীবীই নারী। ইথিওপিয়ার প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম। ফিকরু আগামী প্রজন্মের তরুণীদের প্রযুক্তি খাতে আসতে অনুপ্রাণিত করতে চান।
নারী মালিকানাধীন ব্যবসার সংখ্যা বাড়ছে। এখন আমাদের উচিত এই প্রজন্মের নারীরা যাতে তাদের সৃজনশীলতা কাজে লাগাতে পারেন সেজন্য অর্থ সংস্থানের ব্যবস্থা করা।
সামরাউইথ ফিকরু

সিরিশা বান্দলা, ভারত
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার
২০২১ সালে ঐতিহাসিক ইউনিটি ২২ মিশনের হয়ে মহাকাশে যান সিরিশা বান্দলা। ভারতের দ্বিতীয় নারী হিসেবে মহাকাশ জয় করেন তিনি। ভার্জিন গ্যালাকটিকের সাব-অরবিটাল স্পেসফ্লাইটের সদস্য হিসেবে মহাকাশ যাত্রা করেন এই ভারতীয়।
ছোটবেলা থেকে মহাকাশ নিয়ে আগ্রহ জন্ম হয় বান্দলার। পরবর্তীতে যুক্তরাস্ট্রে যান অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। তিনি ভার্জিন গ্যালাকটিকের সরকারী বিষয় ও গবেষণা কার্যক্রমের সহ-সভাপতি।

২০১৬ সালের ১০০ নারীর তালিকায় থাকা অভিনেত্রী সানি লিওনি তাকে মনোনীত করেন।
পুরুষ নিয়ন্ত্রিত একটি ক্ষেত্রে শুধুমাত্র কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সকল বাধা জয় করেছেন সিরিশা। এজন্য তিনি আমার বা তারচেয়েও গুরুত্বপূর্ণভাবে অন্য তরুণীদের জন্য অনুপ্রেরণা যারা একই ধরনের স্বপ্ন দেখে।

নিলুফার বায়ানি, ইরান
ইকোলজিস্ট
পরিবেশবাদী নিলুফার বায়ানি ইরানে কয়েকটি বিপন্ন প্রজাতির প্রাণীকে ক্যামেরা দিয়ে অনুসরণ করার অভিযোগে ২০১৮ সালে আরো কয়েকজন পরিবেশবাদীর সাথে আটক হন। তাদের বিরুদ্ধে কৌশলগত স্পর্শকাতর এলাকা থেকে গোপন তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়। নিলুফার বায়ানিকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়।
তিনি পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সংগঠনটি এশিয়াটিক চিতা ও অন্যান্য প্রাণী প্রজাতি রক্ষায় কাজ করে। বিবিসি পার্সিয়ান বিভাগের হাতে আসা এক নথি থেকে জানা যায়, নিলুফার বায়ানি বলেছেন, ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনী তাকে অন্তত ১২০০ ঘণ্টাব্যাপী "চূড়ান্ত পর্যায়ের মানসিক-শারিরীক নির্যাতন করেছে ও যৌন হামলার হুমকি দিয়েছে"। ইরানের কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

ভিক্টোরিয়া ব্যাপটিস্ট, নার্স এবং ভ্যাকসিন শিক্ষাবিদ
যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের নার্স ভিক্টোরিয়া ব্যাপটিস্ট মানুষকে ভ্যাকসিন সম্পর্কে শিক্ষা দেন। কেন কৃঞ্চাঙ্গরা চিকিৎসার বিষয়ে কেন সন্দিহান হতে পারে সেটি ব্যাপটিস্ট বুঝতে পারেন কারন তিনি কৃষ্ণাঙ্গ মহিলা হেনরিয়েটা ল্যাক্সের বংশধর। ১৯৫১ সালে সার্ভিকাল ক্যান্সারে মারা যাওয়া হেনরিয়েটার কোষগুলি তার সম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল। হেনরিয়েটর সেই কোষগুলিই ল্যাবে বেড়ে ওঠা প্রথম কোষ।
HeLa কোষ হিসাবে পরিচিত হেনরিয়েটার কোষগুলি তখন থেকেই চিকিৎসা গবেষণায় ব্যবহার করা হয়েছে, কিন্তু পরিবার কয়েক দশক ধরে সেটি জানত না। এখন হেনরিয়েটা ল্যাক্স ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যাপটিস্ট জরায়ুর ক্যান্সার নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুডউইল অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন।

মেরিনা ভাইজোভস্কা, ইউক্রেন
গণিতবিদ
ইউক্রেনীয় গণিতবিদ মেরিনা ভাইজোভস্কা এই বছরের শুরুতে ইতিহাসের দ্বিতীয় মহিলা হিসেবে মর্যাদাপূর্ণ ফিল্ডস মেডেল জয়ী হয়। প্রতি চার বছরে ঘোষণা করা এই পুরস্কারটি গণিতের নোবেল পুরস্কার হিসাবেও পরিচিত। মেরিনা ভায়াজোভস্কা ৪০০ বছরের পুরোনো ধাঁধা নিয়ে তার কাজের জন্য পুরস্কারটি জিতেছেন।
সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন লুসানে (ইপিএফএল) কাজ করা মেরিনা একজন অধ্যাপক ও গণিত ইনস্টিটিউটের নাম্বার থিওরির প্রধান।

নিগার মারফ, ইরাক
নার্স
ইরাকি কুর্দিস্তানের শীর্ষ বার্ন ইউনিটের প্রধান নার্স নিগার মারফের কাজগুলোর মধ্যে একটি হলো এমন মহিলাদের চিকিৎসাসেবা দেয়া যারা নিজেদের গায়ে আগুন দিয়েছেন। এই অঞ্চলের তরুনীদের মধ্যে প্রতিবাদ হিসাবে নিজের শরীরে অগ্নিসংযোগ করার প্রচলন রয়েছে।
মারফ প্রায় ২৫ বছর ধরে হাসপাতালে কাজ করেছেন। তার ওয়ার্ডে দুর্ঘটনাজনিত দগ্ধ রোগীদেরও চিকিৎসা সেবা প্রদান করা হয়। তিনি যে নারীদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই নিজের গায়ে আগুন দেওয়ার আগে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন ১৬ বছর বয়সীও ছিল।

মনিকা মুসোন্ডা, জাম্বিয়া
ব্যবসায়ী
কর্পোরেট আইনজীবী থেকে উদ্যোক্তা হওয়া মনিকা মুসোন্ডা জাভা ফুডসের প্রতিষ্ঠাতা এবং সিইও৷ এটি জাম্বিয়া-ভিত্তিক একটি খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলে ইন্সটেন্ট নুডলস প্রস্তুতকারক। জাম্বিয়ায় গমের উচ্চ ফলন, প্রস্তুত খাবারের চাহিদা বেড়ে যাওয়া এবং খাবারের ধরণ পরিবর্তনকে কাজে লাগিয়ে সাশ্রয়ী মূল্যের খাদ্য পণ্য উৎপাদন করা তার স্বপ্ন।
পুষ্টির বিষয়ে জোর প্রদান করা মুসোন্ডা আরও অনেক মহিলা উদ্যোক্তাকে পরামর্শ দেন এবং ব্যবসায় নারীরা যে সমস্যাগুলির সম্মুখীন হন বিষয়ে কথা বলেন৷ আফ্রিকার কৃষি ও খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করার কাজের স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন।

জেইন রিগবি, যুক্তরাষ্ট্র
জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতির্পদার্থবিদ
নাসার জ্যোতির্পদার্থবিদ ড. জেইন রিগবির গবেষণার বিষয় হচ্ছে মহাজাগতিক সময়ের সাথে ছায়াপথগুলি কীভাবে বিবর্তিত হয়। বিশ্বের বৃহত্তম মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব তৈরি ও পরিচালনায় যুক্ত আন্তর্জাতিক বিজ্ঞানী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। গত জুলাই মাসে জেমস ওয়েব মহাবিশ্বের কয়েকটি রঙ্গিন ছবি তুলে যা এ যাবৎকালের সবচেয়ে গভীর, তীক্ষ্ণ ও পরিচ্ছন্ন ইনফ্রারেড ছবি।
রিগবি এখন পর্যন্ত শতাধিক পিয়ার রিভিউড জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং গবেষণায় অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় সমতা ও অন্তর্ভূক্তিমূলক করার বিষয়েও তিনি সোচ্চার।
আমি যখন শিক্ষার্থী ছিলাম, তখন এলজিবিটিকিউ রোল মডেলদের কথা জানতাম না। আমি আশা করি আমরাই হবো এরকম শেষ প্রজন্ম।
জেইন রিগবি

নাজা লাইবার্থ, গ্রিনল্যান্ড
মনোবিদ
ট্রমা থেরাপিস্ট নাজা লাইবার্থ যখন মাত্র তের বছর বয়স তখন সম্মতি ছাড়াই তার জরায়ুতে আইইউডি নামে পরিচিত জন্মনিয়ন্ত্রনের ডিভাইস বসানো হয়। ষাট ও সত্তর দশকে ডেনমার্কের চিকিৎসকরা গ্রিনল্যান্ডের ইনুইট আদিবাসীদের জন্মনিয়ন্ত্রনের যে উদ্যোগ নিয়েছিলেন সেটির অংশ হিসেবে এই ডিভাইসটি বসানো হতো। এবছর ডেনমার্ক ও গ্রিনল্যান্ড জন্মনিয়ন্ত্রনের লক্ষ্যে নেয়া এই উদ্যোগের বিষয়টি তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়। ধারণা করা হয় এই উদ্যোগের ফলে গ্রিনল্যান্ডের প্রায় সাড়ে চার হাজার নারী ও কন্যা শিশু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
লাইবার্থ সেসব মহিলাদের সহায়তার জন্য প্রচারণা চালান যারা ধারণা করেন আইইউডির জন্য তারা বন্ধ্যাত্বের শিকার হয়েছেন। এরকম নারীদের সহায়তার জন্য তিনি একটি ফেইসবুক গ্রুপ খুলেছেন।
একসময় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অনেকেই অন্যদের জন্য রোল মডেল হচ্ছেন। সোচ্চার হলে অনেকক্ষেত্রেই ভয় দূর হয়, যখন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে বিচার করবে না। আমরা ভয় দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি না।
নাজা লাইবার্থ

এরিকা লিরিয়ানো, ডোমিনিকান প্রজাতন্ত্র
কোকো উদ্যোক্তা
কোকো সাপ্লাই চেইন নিয়ে নতুন কিছু করার লক্ষ্যে এরিকা লিরিয়ানো ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি মুনাফা-বন্টন ভিত্তিক রপ্তানি স্টার্ট-আপ খুলেন। কোকো উৎপাদন ও বিতরণকে আরও ন্যায্য এবং টেকসই করার লক্ষ্যে লিরিয়ানো তার বোন জ্যানেটের সাথে মিলে INARU নামের উদ্যোগ চালু করেন। এ বছর তাদের স্টার্ট-আপ সীড তহবিল পেয়েছে।
ঐতিহাসিকভাবেই কোকো শিল্প ক্ষুদ্র চাষীদের জন্য শোষণমূলক। কিন্তু তাদের কোম্পানি ডোমিনিকান প্রজাতন্ত্রের চাষীদের কাছ থেকে নৈতিকতার ভিত্তিতে পণ্য সংগ্রহ এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করে। ডোমিনিকান প্রজাতন্ত্রের কৃষক এবং উদ্যোক্তাদের পরিবার থেকে উঠে আসা দুই বোন নিউইয়র্কে জন্মগ্রহণকরেন। তারা এখন সারা দেশে নারী দ্বারা পরিচালিত খামার, সমবায় এবং সরবরাহকারীদের সাথে অংশীদারিত্ব করছে।
নিজের পথ নির্ধারণ করার ক্ষমতা হল এমন এক অধিকার যা সব মানুষের থাকা উচিত। বলাই বাহুল্য, একজন নারীর নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।
এরিকা লিরিয়ানো

আইনুরা সাগইয়ান, কিরগিজিস্তান
প্রকৌশলী
কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইকোফেমিনিস্ট এবং এবং একটি স্টার্ট-আপের সিইও আইনুরা সাগইয়ান পরিবেশগত সমস্যার প্রযুক্তি-নির্ভর সমাধানের জন্য কাজ করছেন। তিনি তাজার নামের একটি অ্যাপ নির্মান করেন যেটি গৃহস্থালী থেকে শুরু করে সব পর্যায়ের ময়লা উৎপাদনকারীদের সাথে রিসাইকেলকারীদের সংযোগ তৈরী করে দেয়। অ্যাপটির উদ্দেশ্য হচ্ছে ময়লার ভাগাড়ের উপর চাপ কমানোর মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর টেকসই সমস্যার সমাধান করা।
কিরগিজিস্তাুনের বিভিন্ন অঞ্চলে ২ হাজারের অধিক স্কুল ছাত্রীকে কোডিং, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের কর্মশালা করিয়েছেন।
জলবায়ু সমস্যার সমাধানে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ ছাড়া টেকসই বিশ্ব ও লিঙ্গ বৈষম্যহীন সমাজ পাওয়ার সম্ভাবনা কম।
আইনুরা সাগইয়ান

মনিকা সিম্পসন, যুক্তরাষ্ট্র
প্রজনন ন্যায়বিচার অ্যাক্টিভিস্ট
সিস্টারসং-এর নির্বাহী পরিচালক হিসাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে রাজ্যগুলিতে প্রজনন ন্যায়বিচারের জন্য কাজ করা মনিকা সিম্পসন যৌন এবং প্রজনন স্বাধীনতার জন্য কাজ করেন।। মার্কিন সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েডের রায়কে বাতিল করার পর এই বছর বিষয়টি আবার আলোচনায় এসেছিল। রায়টি যুক্তরাষ্ট্রে আইনি গর্ভপাতের অধিকার তৈরি করেছিল।
গায়ক এবং বাচিক শিল্পী সিম্পসন শিল্পের সাথে তার অ্যাক্টিভিজমের সংমিশ্রণ করেছেন। তিনি একজন সনদপ্রাপ্ত ধাত্রী। এছাড়াও তিনি কৃষ্ণাঙ্গ মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করা সংস্থা ব্ল্যাক মামাস ম্যাটার অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য।

কিমিকো হিরাতা, জাপান
জলবায়ু আন্দোলকর্মী
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কট্টর বিরোধী কিমিকো হিরাতা তার জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করেছেন জীবাশ্ম জ্বালানীর উপর থেকে তার দেশের নির্ভরশীলতা কমানোর আন্দোলন করে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশী দায়ী করা হয় জীবাশ্ম জ্বালানীকে। কিমিকোর প্রচারণার ফলে ১৭টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে হয় জাপানের কর্তৃপক্ষকে। এই অবদানের জন্য প্রথম জাপানী নারী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পান কিমিকো।
আল গোরের বই ‘আর্থ ইন দ্য ব্যালেন্স’ পড়ার পর ‘৯০ দশকে প্রকাশনা সংস্থার চাকুরি ছেড়ে দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ শুরু করেন হিরাতা। তিনি এখন ‘ক্লাইমেট ইন্টেগ্রেট’ নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন। ২০২২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থাটি কার্বন নিঃসরণ কমাতে কাজ করে।

সোফিয়া হেইনোনেন, আর্জেন্টিনা
পরিবেশ সংরক্ষণবাদী
জীববিজ্ঞানী সোফিয়া হেইনোনেন আর্জেন্টিনার জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। আর্জেন্টিনার প্রধান এবং বিশ্বের অন্যতম বৃহৎ জলাভূমি এস্তেরোস ডেল ইবেরা পুনরুদ্ধারের মাধ্যমে দক্ষিণ আমেরিকায় পরিবেশ সংরক্ষণের প্রথম প্রচেষ্টার নেতৃত্ব দেন৷ তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত এলাকা তৈরিতে অবদান রেখে যাচ্ছেন।
তার নেতৃত্বে আর্জেন্টিনার চারটি প্রধান অঞ্চলে কাজ করছে রিওয়াইল্ডিং আর্জেন্টিনা প্রকল্প। ব্যক্তিগত জমিকে সংরক্ষিত জাতীয় উদ্যানে পরিণত করা এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে এবং টেকসই ইকোট্যুরিজম গড়ে তুলতে স্থানীয় প্রজাতির পুনঃপ্রবর্তন করার দিকে জোর দেয় প্রকল্পটি।

১০০ নারী কী?
বিবিসি ১০০ নারী প্রতিবছর বিশ্বের প্রভাবশালী এবং প্রেরণাদায়ী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করে। আমরা ডকুমেন্টারি, ফিচার এবং সাক্ষা্ৎকারের মাধ্যমে তাদের জীবন এবং কাজকে তুলে ধরি- যে গল্পগুলোর কেন্দ্রে থাকেন নারীরা।
ইন্সটাগ্রাম, ফেসবুক এবং টুইটারে ফলো করুন বিবিসি ১০০ নারী। আপনি নিজেও এতে অংশ নিন #BBC100Women হ্যাশট্যাগ ব্যবহার করে।
কীভাবে ১০০ নারী নির্বাচন করা হয়?
বিবিসির বিভিন্ন ভাষা বিভাগ এবং মিডিয়া অ্যাকশনের পরামর্শ এবং নিজেদের তালিকা থেকে বিবিসি ১০০ নারী বিভাগ একটি ছোট তালিকা তৈরি করে। আমরা এমন সব নারীদের খুঁজেছি, যারা গত ১২ মাসে তাদের কর্মকাণ্ডের দ্বারা সংবাদ তৈরি করেছেন অথবা গুরুত্বপূর্ণ ঘটনাকে প্রভাবিত করেছেন, অথবা তাদের সমাজকে এমনভাবে প্রভাবিত করেছেন যা হয়তো সংবাদে আসেনি। এবারের নামগুলো আমরা এবছরের প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে বাছাই করেছি, যা হচ্ছে- গত দশকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
আমরা এমন সব বিষয় গুরুত্ব দিয়েছি যা নিয়ে দ্বিমত রয়েছে- যেমন প্রজনন অধিকার, যেখানে হয়তো একজন নারীর অগ্রগতি আরেকজনের জন্য পিছিয়ে পড়া হতে পারে, এবং এসব ক্ষেত্রে আমরা এমন নারীদের মনোনয়ন দিয়েছি যারা নিজেরা নিজেদের জন্য পরিবর্তন এনেছেন। তালিকাটি আঞ্চলিকভাবেও যেন প্রতিনিধিত্বমূলক এবং নিরপেক্ষ হয় তাও বিবেচনা করা হয়েছে।
বিবিসির সম্পাদকীয় নীতি এবং নিরাপত্তা গাইডলাইনের সাথে সঙ্গতি রেখে এবং সংশ্লিষ্ট নারীদের অনুমতি সাপেক্ষে তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে তালিকায় কয়েকটি নাম অজ্ঞাত রাখা হয়েছে অথবা তাদের নামের শেষাংশ উহ্য রাখা হয়েছে।